নয়াদিল্লি: এশিয়া কাপে (Asia Cup 2023) দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan) একে অপরের মুখোমুখি হবে।  ভারত ম্যাচ খেলতে পাকিস্তানে যেতে পারে বলে সম্প্রতি জল্পনা শোনা যাচ্ছিল। তবে সেইসব খারিজ করে শ্রীলঙ্কাতেই দুই দলের ম্যাচ হবে বলে স্পষ্ট জানিয়ে দিলে অরুণ ধুমাল (Arun Dhumal)।


ধুমাল বর্তমানে দক্ষিণ আফ্রিকার ডারবানে রয়েছেন। সেখানেই আইসিসির একটি আলোচনাসভায় জয় শাহের সঙ্গে থাকবেন তিনিও। ধুমালই জানান ভারতীয় বোর্ডের সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ পিসিবির প্রতিনিধি জাকা আশরফের সঙ্গে কথা বলেই এশিয়া কাপের সূচি নিশ্চত করেছেন। ধুমাল পিটিআইকে বলেন, 'আমাদের সচিব পিসিবির প্রধান জাকা আশরফের সঙ্গে দেখা করেছেন। তারপরেই এশিয়া কাপের সূচি নিশ্চিত করা হয়েছে। যেমনটা আলোচনা হয়েছিল, সেইমতো লিগ পর্বের চারটি ম্যাচ পাকিস্তানে আয়োজিত হবে। তারপরে ভারত-পাকিস্তানের দুইটি ম্য়াচসহ মোট নয়টি ম্যাচ। দুই দল ফাইনালে উঠলে তৃতীয় ভারত-পাকিস্তান ম্যাচটিও শ্রীলঙ্কাতেই আয়োজিত হবে।'


পাকিস্তানে ভারতীয় দলের খেলতে যাওয়ার জল্পনা ধূলিসাৎ করে ধুমাল আরও যোগ করেন, 'সাম্প্রতিক একাধিক রিপোর্ট যা দাবি করা হয়েছে, তেমনটা হচ্ছে না। না ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাচ্ছেন, না আমাদের সেক্রেটারি পাকিস্তানে যাবেন। শুধুমাত্র সূচিটাই নিশ্চিত করা হয়েছে।' প্রসঙ্গত, পাকিস্তান এশিয়া কাপের গ্রুপ পর্বের একটি ম্যাচই নিজেদের দেশে খেলবে। নেপালের বিরুদ্ধে সেই ম্যাচে মুখোমুখি হবেন বাবর আজমরা। তাছাড়া শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, আফগানিস্তান বনাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচ পাকিস্তানেই খেলা হবে।  


এশীয় ক্রিকেট কাউন্সিল থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, ৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ আয়োজিত হবে। সামনে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ এবং সেই টুর্নামেন্টের আগে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের জালিয়ে নিতে চায় দেশগুলি। এবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী দেশগুলি হল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল। দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপ থেকে পয়েন্টের বিচারে প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সুপার ফোর স্টেজে উঠবে। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সঙ্গে নেপাল। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?