কলকাতা: চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty) প্রথম ওয়েব সিরিজে পা রেখেছেন তাঁর হাত ধরেই। এবার তাঁকে নিয়ে দ্বিতীয় সিজনও পরিকল্পনা করে ফেললেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। 'পর্ণশবরীর সাপ' (Pornosoborir Shaap) -এর সাফল্য উদযাপনের দিনই পরিচালক জানালেন, চিরঞ্জিৎকে নিয়ে ইতিমধ্যেই এই সিরিজেরই দ্বিতীয় সিজন পরিকল্পনা করে ফেলেছেন তিনি।
সৌভিক চক্রবর্তী লেখা , নীরেন্দ্রনাথ ভাদুড়ির চরিত্রকে কেন্দ্র করে একটি গল্পকেই ওয়েব সিরিজের পর্দায় তুলে ধরেছিলেন পরমব্রত। অন্যান্য ভূমিকায় ছিলেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), অনিন্দিতা বসু (Anindita Bose) ও অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay)। পরমব্রত চট্টোপাধ্যায়ের এই ওয়েব সিরিজে তুলে ধরা হয়েছিল একটি মাইথোলজিক্যাল হরর গল্প। সদ্য পরমব্রত জানান, এই গল্পেরই সিক্যুয়াল পরিকল্পনা করেছেন তিনি। তবে কবে শ্যুটিং শুরু বা কবেই বা মুক্তি তা জানাননি পরিচালক। নতুন সিরিজও শুরু হবে হ'ইচই' (Hoichoi)-এর ব্যানারেই। ১০ নভেম্বর মুক্তি পেয়েছিল 'পর্ণশবরীর সাপ'-এর প্রথম সিজন। পরিচালকের ইচ্ছা, ভাদুড়িমশাইকে নিয়ে ৪টি বা ৫টি সিজন করার পরিকল্পনা রয়েছে।
এর আগে পূর্ণাঙ্গ ছবি পরিচালনা করলেও পরমব্রতকে দেখা যায়নি সিরিজের পরিচালক হিসেবে। অন্যদিকে চুটিয়ে বড়পর্দায় অভিনয় করলেও চিরঞ্জিতকে দেখা যায়নি সিরিজে। তাই এই সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল বেশি। আগামী সিরিজগুলো দর্শকদের কতটা মনজয় করতে পারে এখন সেটাই দেখার। সদ্য মুক্তি পাওয়ার সিরিজটির চিত্রনাট্য লেখার দায়িত্বে ছিলেন সৌভিক চক্রবর্তী ও সঞ্জীব। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন প্রসেনজিৎ চৌধুরী। এডিটিংয়ের দায়িত্বে ছিলেন সুমিত চৌধুরী।
এই সিরিজের পাশাপাশি, সদ্য পারমিতা মুন্সীর একটি ছবিতেও অভিনয় করেছেন চিরঞ্জিত, সেটির নাম 'হেমামালিনী'। চিরঞ্জিত ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন, পাপিয়া রাও, কাঞ্চনা মৈত্র, পিয়ালী মুন্সী, ভাস্বর চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা দে, সুজয় বিশ্বাস ও দেবলীনা দত্ত।
আরও পড়ুন: Arijit Singh: চোখে জল.. নেপালের কনসার্টে অরিজিৎ গান থামিয়ে দিয়েছিলেন একটি ছবি দেখে!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।