কলকাতা: চলচ্চিত্র উৎসবে মিঠুনকে আমন্ত্রণ না করা অভিযোগে মুখ খুললেন চিরঞ্জিৎ (Chiranjeet )। 'সরকারের বিপক্ষে কিছু বললে তাকে ডাকা যায় নাকি? আমরা কি অনুপম খের, পরেশ রাওয়ালকে এনেছি? চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ বিতর্কে সাফ জানালেন চিরঞ্জিৎ। পাশাপাশি চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ-বিতর্কে মুখ খুললেন দেবশ্রী রায়ও (Debashree Roy)।
চলচ্চিত্র উৎসবে মিঠুনকে আমন্ত্রণ না করা অভিযোগে মুখ খুললেন চিরঞ্জিৎ, কী বললেন দেবশ্রী ?
বছর পেরোলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেলায় জেলায় জোর টক্কর তৃণমূল-গেরুয়া শিবিরে। প্রায় প্রতিদিনই কোনওনা কোনও ইস্যুতে তৃণমূল, বিজেপি একে অপরকে দুষছে। এদিকে 'বাঙালিবাবু' মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে বিজেপি শিবিরের তারকা। পঞ্চায়েত ভোটের আগে তাঁকে ইতিমধ্যেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুদারের সঙ্গে একই স্টেজ শেয়ার করতে দেখা গিয়েছে। মিঠুনের পাল্টা কম তোপ দাগেনি তৃণমূলও। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে যারাই এসেছেন, তারা প্রায় প্রত্যেকেই বলেন অভিনয়ের জায়গাটা আলাদা। সেখানে কোনও রঙ থাকতে পারে না। কিন্তু শেষ অবধি তা সমীকরণ বদলেছে। সেখানে কি রাজনৈতিক কারণই মুখ্য হয়ে উঠেছে ? প্রশ্ন উঠেছে। অপরদিকে, চলচ্চিত্র উৎসবে মিঠুনকে আমন্ত্রণ না করা অভিযোগে দেবশ্রী বলেন, 'প্রত্যেক শিল্পীর সমান সম্মান পাওয়া উচিত। আমন্ত্রিত থাকলেও যাইনি, যোগ্য সম্মান না পেলে যাই না', প্রতিক্রিয়া দেবশ্রী রায়ের।
আরও পড়ুন, মিঠুন রয়েছেন বলেই কি! নন্দনে ব্রাত্য় 'প্রজাপতি', আক্ষেপ দেবের
চলচ্চিত্র উৎসব হোক কিংবা দলীয় মিটিং, আমন্ত্রণ বিতর্ক
প্রসঙ্গত, চলচ্চিত্র উৎসব হোক কিংবা দলীয় মিটিং, আমন্ত্রণ নিয়ে বরাবরই ভারতীয় ইতিহাসে নানা ইস্যু উঠে এসেছে। কেন্দ্র-রাজ্য সংঘাত বারবার প্রকাশ্যে এসেছে। কখনও রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পে প্রথমে আমন্ত্রিত করা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু পরে ঠিক দোরগড়ায় আমন্ত্রণ জানানো হয় মমতাকে। ঘটনাটি ঘটেছিল শিয়ালদহ মেট্রো উদ্বোধনের আগে। উদ্বোধনের ঠিক একদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রন জানায় রেল। শুধু এটাই নয়, এছাড়াও একাধিক অনুষ্ঠানে বিজেপি-তৃণমূলের নিমন্ত্রণ ইস্যু নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। তবে শুধুই শাসক এবং বিরোধীদলের মধ্যেই এই ঘটনা ঘটেনি। নিমন্ত্রন ইস্যু নিয়ে বিতর্ক হয়েছে দলীয় সভাতেও। গেরুয়া শিবিরে শোভন-বৈশাখীকে নিয়েও একাধিক নাম জড়িয়েছে। গোসা করেছেন, বলেও প্রকাশ্যে এসেছে, 'ডাল-ভাত' বলে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ !