কলকাতা: শুধু সিনেমা হয়,  'গল্পের পার্বণ ১৪৩২'-এ ঘোষণা হয়েছে একগুচ্ছ ওয়েব সিরিজের। আর তার মধ্যেই রয়েছে একাধিক চমক। তার মধ্যে রয়েছে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ আর অন্যদিকে রয়েছে যে সমস্ত ওয়েব সিরিজের অপেক্ষায় বসে রয়েছেন অনেকেই, সেই ওয়েব সিরিজের দ্বিতীয় বা তৃতীয় ভাগ। এর মধ্যে প্রথমেই যে ওয়েব সিরিজের কথা বলতে হয়, সেটা হল 'ভোগ'। এই ওয়েব সিরিজের ঘোষণা আগেই করেছিল এসভিএফ। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya) ও পার্ণো মিত্র (Parno Mitra)।


দ্বিতীয় যে সিরিজের কথা বলতে হয়, সেটা 'বীরাঙ্গনা'। এই সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সন্দীপ্তা সেন (Sandipta Sen)-কে। যে পোস্টার মুক্তি পেয়েছে, সেখানে তাঁকে দেখা যাবে একজন পুলিশের ভূমিকায়। এই সিরিজ পরিচালনা করছেন নির্ঝর মিত্র। এছাড়াও আসছে প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarkar) 'লজ্জা ২'। এছাড়াও আসছে ঋত্বিক চক্রবর্তীর অ্যাডভোকেট অচিন্ত্য আইচ-এর দ্বিতীয় ভাগ, অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২। এছাড়াও আসছে পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ নিকষছায়া ২। এই সিরিজে এবার যোগ দিচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। মুখ্যভূমিকায় দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)-কে। এছাড়াও থাকছেন সুরঙ্গনা ও অনিন্দিতা। 


শুধু ওয়েব সিরিজ নয়, এদিন ঘোষণা হয়েছে একগুচ্ছ ছবিরও। নতুন ছবি নিয়ে আসছে একেনবাবু। অনির্বাণ চক্রবর্তীর নতুন ছবি 'বেনারসে বিভীষিকা'। ইতিমধ্যেই ওয়েব সিরিজে সবার মন জয় করেছে গোরা ওরফে ঋত্বিক চক্রবর্তী। এবার আসছে গোরা-কে নিয়ে নতুন ছবি 'গোরা-ই গন্ডগোল'। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবি আসছে কুমিরডাঙা। তবে এই ছবিতে আর কে কে থাকবেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। সৃজিত ও সৌভিকের নতুন ছবি আসছে, 'কাদের কুলের বৌ'। এখনও যদিও প্রকাশ্যে আসেনি এই ছবির কাস্টিং।


এছাড়াও রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র পরিচালিত 'কিলবিল সোস্যাইটি'। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কৌশানী মুখোপাধ্য়ায় (Kaushani Mukherjee) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা এই ছবির।  


 






আরও পড়ুন: Ritabhari-Swastika: ঋতাভরী থেকে স্বস্তিকার নতুন গল্প, এবার প্রত্যেক সপ্তাহে ওটিটির পর্দায় আসবে ধারাবাহিক!