Debit Card: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বড় সুখবর এনেছে গ্রাহকদের জন্য। যে সমস্ত গ্রাহকরা রুপে সিলেক্ট ডেবিট কার্ড (Rupay Debit Card) ব্যবহার করেন তাদের জন্য বড় খবর। আগামী ১ এপ্রিল থেকে বদলাতে চলেছে বেশ কিছু নিয়ম। এই কার্ড আপডেট করা হবে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) পক্ষ থেকে। আর তার জন্য অনেক নতুন নতুন ফিচার্সের সুবিধে পাবেন গ্রাহকরা। কী কী বদল আসছে ? দেখে নিন এক নজরে।


রুপে সিলেক্ট ডেবিট কার্ডে একাধিক নতুন ফিচার্স বা সুবিধা আসছে আগামী ১ এপ্রিল থেকে। গ্রাহকদের আরও পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর এই মর্মেই বিগত ২৫ ফেব্রুয়ারি একটি সার্কুলার জারি করেছিল এনপিসিআই। এবার থেকে রুপে ডেবিট সিলেক্ট কার্ডের মধ্যেই আপনি পেয়ে যাবেন বিমার সুবিধে, বিমানবন্দরের লাউঞ্জ অ্যাক্সেসও।


কমপ্লিমেন্টারি লাউঞ্জ ভিজিট: এবার থেকে এই ডেবিট কার্ডে আপনি প্রতি চার মাসে এক বার করে ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ এবং এক বছরের মধ্যে ২ বার আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন। তবে এক্ষেত্রেও কিছু শর্তাবলী রয়েছে।


পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইনসিওরেন্স: এবার থেকে রুপে সিলেক্ট ডেবিট কার্ডে জুড়ে যাবে বিমার সুবিধেও। পাবেন পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইনসিওরেন্স। দুর্ঘটনার কারণে মৃত্যু বা স্থায়ী অক্ষমতা দেখা দিলে ১০ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পেয়ে যাবেন আপনি। তবে এক্ষেত্রে মৃত্যুর ৩০ দিন আগে ন্যূনতম ১টি সফল লেনদেন করে থাকতে হবে সেই কার্ডে।


জিম মেম্বারশিপ: প্রতি ত্রৈমাসিকে একটি করে কমপ্লিমেন্টারি জিম মেম্বারশিপ পাবেন আপনি এই রুপে কার্ড ব্যবহার করলে। এখানে আপনি বিকল্পও পাবেন ৯০ দিন হোম ওয়ার্ক আউট এবং ৩০ দিনের অফলাইন ওয়ার্ক আউটের জন্য।


স্বাস্থ্য পরীক্ষা: প্রতি ত্রৈমাসিকে বিনামূল্যে হেলথ চেক আপ প্যাকেজ পেয়ে যাবেন আপনি রুপে সিলেক্ট ডেবিট কার্ডে।


অন্যান্য সুবিধে


শুধু এখানেই শেষ নয়, এই কার্ডে আপনি আগামী ১ এপ্রিল থেকে ১০০টি ক্যাব সার্ভিস কুপন পাবেন, আমাজন প্রাইম, হটস্টার, সোনি লিভ ইত্যাদি ওটিটি প্ল্যাটফর্মের বার্ষিক সাবস্ক্রিপশন প্যাকেজও পাওয়া যাবে এই কার্ডে লেনদেনের মাধ্যমে।


সাধারণভাবে বছরে ২৫০ টাকা করে চার্জ কাটে এই রুপে সিলেক্ট ডেবিট কার্ডের জন্য যা প্রতি ত্রৈমাসিকে ভেঙে ভেঙে ব্যাঙ্কের তরফে কেটে নেওয়া হয়। এই সুবিধেগুলি পাওয়ার জন্য কার্ডের মাধ্যমে ন্যূনতম ১ টাকার লেনদেন করতে হবে গ্রাহককে। আর তারপরেই যে যে কুপন আপনার পাওয়ার কথা তা ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আপনার রেজিস্টার্ড মেলে পাঠিয়ে দেওয়া হবে।


আরও পড়ুন: City of Gold: ৩ হাজার বছরের পুরনো 'সোনার শহর' ! মরুভূমির মধ্যে মিলল খোঁজ; চাঞ্চল্যকর আবিষ্কার প্রত্নতাত্ত্বিকদের