নয়াদিল্লি: অসুস্থতার খবর দ্রুত ছড়ায় বটে, কিন্তু তা যদি ভুয়ো হয় তাহলে গতিবেগ কি খানিক বেড়ে যায়? সম্প্রতি শোনা যায় মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত (Cancer) দক্ষিণী তারকা চিরঞ্জীবী (Chiranjeevi)। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করতে থাকেন। তবে এই সবকিছুর মধ্যে শনিবার একটি দীর্ঘ পোস্ট করেন অভিনেতা নিজে, নস্যাৎ করেন তাঁর ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর। তবে কেন এমন খবর ছড়াল? এক অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, দাবি অভিনেতার।
ক্যান্সারে আক্রান্ত নন, খোলসা করলেন চিরঞ্জীবী
শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন অভিনেতা চিরঞ্জীবী। সম্প্রতি একটি ক্যান্সার সচেতনতা শিবিরে বলা তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয় বলে দাবি অভিনেতার।
চিরঞ্জীবী তাঁর বিবৃতিতে জানান যে এর আগে তিনি শারীরিক পরীক্ষা করান যেখানে 'নন ক্যান্সারাস পলিপ'-এর সন্ধান মেলে তাঁর শরীরে এবং তার অপসারিতও হয়েছে। একাধিক খবরে তাঁকে 'মিসকোট' অর্থাৎ ভুল উদ্ধৃত করা হয়েছে বলে দাবি চিরঞ্জীবীর, যার ফলে অপ্রয়োজনীয় জটিলতার সৃষ্টি হয়েছে।
চিরঞ্জীবী লেখেন, 'কিছুদিন আগে একটি ক্যান্সার সেন্টার উদ্বোধনের সময় ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি করা কতটা প্রয়োজনীয় সেই প্রসঙ্গে কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে নিয়মিত চিকিৎসার মাধ্যমে ক্যান্সারকে ঠেকানো সম্ভব। আমি সচেতন ছিলাম এবং কোলন স্কোপ টেস্ট করাই। আমি বলেছিলাম যে নন-ক্যান্সারাস পলিপসের সন্ধান মেলে এবং অপসারন করা হয়। আমি শুধু বলি, 'যদি আমি প্রথমে পরীক্ষাটা না করাতাম, তাহলে সেটা ক্যান্সারে পরিণত হতে পারত'। সেই কারণেই সকলের আগে থেকে সচেতন হওয়া প্রয়োজন ও মেডিক্যাল পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।'
এরইসঙ্গে তিনি লেখেন, 'কিন্তু কিছু সংবাদ সংস্থা এই কথাটা ঠিক মতো বোঝেননি এবং ওয়েব আর্টিকল পাবলিশ করা শুরু করেন যে 'আমার ক্যান্সার হয়েছে' ও 'চিকিৎসার কারণে আমি বেঁচে গেছি'। এই ধরণের খবরের ফলে অনেক অপ্রয়োজনীয় জটিলতার সৃষ্টি হয়েছে। অনেক শুভাকাঙ্ক্ষী স্বাস্থ্যের কথা বলে বার্তা পাঠাচ্ছেন। এই বিবৃতি তাঁদের সকলের জন্য। এছাড়াও, সেই সকল সাংবাদিকদের উদ্দেশ্যে আবেদন, বিষয় না বুঝে এরকম বাজে কথা লিখবেন না। এর কারণে, অনেক মানুষ চিন্তায় পড়েছেন এবং আঘাত পেয়েছেন।'
আরও পড়ুন: Summer Hair Care Tips: গরমের মরসুমে ঘামের কারণে চুলের চিটচিটে ভাব দূর করবেন কীভাবে? খব
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে চিরঞ্জীবীকে শেষ দেখা গিয়েছিল তেলুগু ছবি 'ওয়ালটেয়ার বীরায়া' ছবিতে। সম্প্রতি তিনি কলকাতায় আসেন 'ভোলা শঙ্কর' ছবির শ্যুটিং সারতে।