কলকাতা: এবার ওয়েব সিরিজে চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty), পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। 'হইচই' (Hoichoi)-এর নতুন সিজনে একগুচ্ছ ওয়েব সিরিজের ঘোষণা হতে চলেছে। এরমধ্যে যেমন রয়েছে কিছু নতুন ওয়েব সিরিজ, আবার রয়েছে কিছু ওয়েব সিরিজের বহু প্রতিক্ষীত পরবর্তী সিজনও। 


কাস্টিংয়ের ক্ষেত্রে বেশ অনেকগুলো চমক রয়েছে সিজন জুড়ে। এরমধ্যে অন্যতম হল নতুন এই ওয়েব সিরিজ পর্ণশবরীর সাপ (Parnashavarir
Shaap)। চিরঞ্জিত ছাড়াও এই সিরিজে রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), অনিন্দিতা বসু (Anindita Bose) ও অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay)। পরমব্রত চট্টোপাধ্যায়ের এই ওয়েব সিরিজে তুলে ধরা হবে একটি মাইথোলজিক্যাল হরর গল্প। ভাদুড়ি মশাই চরিত্রকে সার্থকভাবে চিরঞ্জিত ফুটিয়ে তুলবেন বলেই আশা পরিচালকের। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই সিরিজের শ্যুটিং। 


শুধু হরর সিরিজ নয়, এই বছর 'হইচই' বেশ কয়েকটি সাহিত্যধর্মী ওয়েব সিরিজও নিয়ে আসছে। এরমধ্যে অন্যতম হল অদিতি রায় (Aditi Roy) পরিচালিত 'পরিণীতা' (Parineeta)। আগে এই গল্পকে বলিউড পর্দায় তুলে ধরেছিল। বিদ্যা বালন (Vidya Balan) ও সইফ আলি খান (Saif Ali Khan) অভিনয় করেছিলেন মুখ্যচরিত্রে। অদিতির এই ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)-কে। এর আগে দেবচন্দ্রিমা হইচইয়ের একটি ওয়েব সিরিজ 'পলাশ'-এ অভিনয় করেছেন। নতুন এই সিরিজে আশা করা যায় দেবচন্দ্রিমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। 


অভ্রজিৎ সেন নতুন একটি ওয়েব সিরিজ বুনছেন ইশা সাহা (Ishaa Saha), সৌরভ দাস (Saurav Das), অর্পণ ঘোষাল (Arpan Ghosal) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta)-কে নিয়ে। নতুন এই ওয়েব সিরিজটির নাম অন্তরমহল (Antormahal)। এক অন্তঃসত্তা নারীকে নিয়ে এই গল্প। সম্পর্ক, দোষারোপ আর দুই নারীকে নিয়ে এই গল্প। 


প্রিয়ঙ্কা সরকারকে (Priyanka Sarkar)-কে নিয়ে নতুন এই ওয়েব সিরিজের গল্প তৈরি করেছেন অদিতি রায় (Aditi Roy)। সিরিজের নাম লজ্জ (Lojja)। হইচই-এ বিভিন্ন সামাজিক সমস্যাকে তুলে ধরা হয়। 'লজ্জা'-এমনই একটি গল্পকে তুলে ধরবে যেখানে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যের তিক্ততাকে তুলে ধরা হবে। শুধু তিক্ততাই নয়, মৌখিকভাবে হেয় করাও যে অপরাধ, সেই ধারণাই তুলে ধরা হবে এই সিরিজের মাধ্যমে। মুখ্যভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কাকে। 


আরও পড়ুন: Gadar 2 crosses Pathaan's box office collection: ইতিহাস গড়ল সানি দেওলের ছবি, ভারতের বক্সঅফিসে 'পাঠান'কে ছাপিয়ে গেল 'গদর ২'