করুণাময় সিংহ, মালদা : মালদা-এনজেপি ডিএম ইউ ট্রেনের সময়সূচি পরিবর্তনের প্রতিবাদে মালদা কোর্ট স্টেশনে বিক্ষোভ (Malda Court Station) দেখালেন রেল যাত্রীরা। পুরনো সময়সূচি অনুযায়ী এই ট্রেন চালানোর দাবিতে স্টেশন মাস্টারকে স্মারকলিপি জমা দেন তাঁরা। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন স্টেশন মাস্টার।
স্টেশনে বিক্ষোভ। স্লোগান। স্টেশন মাস্টারকে ডেপুটেশন। মালদা-এনজেপি ডিএম ইউ ট্রেনের সময়সূচি পরিবর্তনের প্রতিবাদে মালদা কোর্ট স্টেশনে বিক্ষোভ দেখালেন রেল যাত্রীরা (Railway Passengers) । এতদিন সকাল ৮ টা ৪৫ মিনিটে মালদা কোর্ট স্টেশন থেকে ছাড়ত মালদা-এনজেপি ডিএম ইউ ট্রেন। সম্প্রতি এই ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে রেল। ১ অক্টোবর থেকে সকাল সাড়ে ৬ টায় ছাড়বে এই ট্রেন । এরই প্রতিবাদে শুক্রবার রেলওয়ে নিত্য় যাত্রী সংগঠনের ব্য়ানারে মালদা কোর্ট স্টেশনে বিক্ষোভ দেখালেন যাত্রীরা।
রেলওয়ে নিত্য় যাত্রী সংগঠনের সম্পাদক পুরষোত্তমকুমার রজক বলেছেন, 'আমরা প্রায় ৬০০ থেকে ৭০০ জন নিত্য় যাত্রী সংগঠনের ডেলি প্য়াসেঞ্জার। এই ট্রেনটা যদি না থাকে আগের ট্রেনে গিয়ে আমরা সাড়ে আটটা পৌনে নটায় পৌঁছে যাব। ফলে আমরা দু আড়াই ঘণ্টা বাইরে থাকব। তখন সকুল খোলে না। অফিস খোলে না।'
পুরনো সময়সূচিতে এই ট্রেন চালানোর দাবিতে স্টেশন মাস্টারকে ডেপুটেশনও দেন বিক্ষোভকারীরা। মালদা কোর্ট স্টেশনের স্টেশন মাস্টার রাজেন্দ্র প্রসাদ জানিয়েছেন, 'নিত্য় যাত্রীরা একটা ওদের দাবির চিঠি দিয়েছে। এই ট্রেনের পুরনো যে সময় ছিল সেই সময়ে ট্রেন চালানোর।সেটা আমি যারা কর্তৃপক্ষ আছেন তাঁদের কাছে পাঠিয়ে দেব।' উর্ধ্বতন কর্তপক্ষকে জানানোর স্টেশন মাস্টারের আশ্বাসের পর পুরনো সময়সূচি অনুযায়ী মালদা-এনজেপি ডিএম ইউ ট্রেন চলার অপেক্ষায় যাত্রীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন