নয়াদিল্লি: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ (Chitrangda Singh)। এবার তিনি ঝুলিতে পুরলেন সুবেদার যোগেন্দ্র যাদবের (Yogender Yadav) ওপর সিনেমা তৈরির স্বত্ত্ব (rights)। কে যোগেন্দ্র যাদব? রইল বিস্তারিত তথ্য।


দেশাত্মবোধক সিনেমা নিয়ে আসছেন চিত্রাঙ্গদা সিংহ


চিত্রাঙ্গদা সিংহ, ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে সর্বকনিষ্ঠ (youngest) 'পরমবীর চক্র' (Param Vir Chakra) প্রাপক যোগেন্দ্র যাদবের অবিশ্বাস্য কাহিনির উপর নির্ভর করে একটি চলচ্চিত্র নির্মাণের স্বত্ত্ব পেয়েছেন। অভিনেত্রী-প্রযোজক চিত্রাঙ্গদা তাঁর নিজের প্রযোজনা সংস্থা থেকে সর্বপ্রথম 'সুরমা' (Soorma) নামে একটি ছবি তৈরি করেন। ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিংহের জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সেই সিনেমাটি। ছবিতে দিলজিৎ দোসানজের সঙ্গে তাপসী পান্নুকে অভিনয় করতে দেখা যায়। এবার তিনি আরও এক সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরি করতে চলেছেন। 


সুবেদার যোগেন্দ্র যাদবের অবিশ্বাস্য সাহসিকতার অনুপ্রেরণামূলক গল্প সেলুলয়েডে মুড়ছেন চিত্রাঙ্গদা সিংহ। কার্গিলের যুদ্ধে (Kargil War) অংশ নিয়েছিলেন তিনি। এযাবৎ দেশে 'পরমবীর চক্র' প্রাপকদের মধ্যে সবচেয়ে কম বয়সী তিনি। মাত্র ১৯ বছর বয়সে এই পালক ওঠে তাঁর মুকুটে। তিনি দেশের ইতিহাসে 'পরমবীর চক্র' প্রাপক জীবিত তিনজনের অন্যতম এবং সেই থেকে তিনি ভারতীয় সেনাবাহিনীতে কাজ চালিয়ে যাচ্ছেন।


আরও পড়ুন: 'Dharmajuddha': শ্রেয়া ঘোষালের কণ্ঠে মুক্তি পেল 'ধর্মযুদ্ধ' ছবির 'তুমি যদি চাও' গান


এই ছবি প্রসঙ্গে অভিনেত্রী-প্রযোজক চিত্রাঙ্গদা সিংহ বলেন, 'আমি সত্যিকারের নায়কদের গল্প বলতে খুব ভালবাসি। যাঁদের গল্প অনেক সময়েই আমরা ভুলে যাই, তাঁরা আমাদের মাঝে বর্তমান থাকা সত্ত্বেও। তাঁদের সফরকে বড় করে দেখানো উচিত। 'সুরমা' ছবিতে আমি যে চেষ্টাটা করেছিলাম এটাও সেরকমই আরও একটা প্রচেষ্টা।'


ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। নাম জানানো হয়নি অভিনেতা-অভিনেত্রীদেরও। ছবির স্বত্ত্ব রয়েছে 'সিএস ফিল্মস'-এর কাছে।