যখন চাঙ্কি পান্ডে ফোটোবম্ব করলেন মেয়ে অনন্যার ছবি
ABP Ananda, Web Desk | 31 Mar 2018 01:55 PM (IST)
মুম্বই: মেয়ে অনন্যাকে নিয়ে বাগি ২-র স্ক্রিনিংয়ে গিয়েছিলেন বলিউডের এক সময়ের নায়ক চাঙ্কি পান্ডে। চাঙ্কিকে নিয়ে এখন আর মিডিয়ার উৎসাহ নেই কিন্তু তাঁর সুন্দরী মেয়ে অনন্যা সকলের চোখের মণি। শিগগিরই বলিউডেও দেখা যাবে তাঁকে। স্বাভাবিকভাবেই অনন্যার ছবি তুলতে ঝাঁপিয়ে পড়েন আলোকচিত্রীরা। আর তখনই মজা করে মেয়ের ফ্রেমে ঢুকে পড়েন বাবা চাঙ্কি। ব্যস, সব ছবির দফারফা! ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন চাঙ্কি। নিজের সম্পর্কে লিখেছেন, পেশাদার ফোটোবম্বার। [embed]https://www.instagram.com/p/Bg7jqrKjXyI/?utm_source=ig_embed&utm_campaign=embed_profile_upsell_test[/embed] বাগি ২-র নায়ক টাইগার শ্রফের বিপরীতেই বলিউডে আসতে চলেছেন অনন্যা, স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবিতে।