নয়াদিল্লি: শনিবার মুক্তি পেল, 'চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট' (Chup: Revenge of the Artist) ছবির অফিসিয়াল টিজার (Official Teaser)। আর বালকি (R Balki) পরিচালিত এই ছবিটি গুরু দত্তকে নিবেদন করে তৈরি 'গীতিকাব্য' ('ode' to Guru Dutt) বলে জানা যাচ্ছে। ছবির টিজার মুক্তি পেল প্রয়াত চলচ্চিত্র নির্মাতার ৫৮তম জন্মবার্ষিকীতে। 


প্রকাশ্যে 'চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট' ছবির অফিসিয়াল টিজার


কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এই সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবির আকর্ষণীয় টিজার পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। টিজারে দেখা গেল দুলকির সলমান, সানি দেওল ও শ্রেয়া ধন্বন্তরীকে। 


টিজারে দেখা যাচ্ছে কাগজ কেটে দুলকির সলমান ফুল তৈরি করছেন। সঙ্গে 'হ্যাপি বার্থডে' গাইতেও শোনা যাচ্ছে। নেপথ্যে বাজছে গুরু দত্তের 'কাগজ কে ফুল' ছবির গান 'ওয়াক্ত নে কিয়া হসিন সিতম'। এরপর দেখা যায় দুলকির একতোড়া কাগজের ফুল দিচ্ছেন শ্রেয়াকে। অভিনেত্রীকে বলতে শোনা যায়, 'কাগজ কে ফুল' ছবি মুক্তির সময়ে যে সমালোচনার মুখে পড়তে হয়েছিল সেই কথা। এরপরই টিজারের শেষ অংশ, দুলকিরকে চিৎকার করে 'চুপ' বলতে শোনা যায়। এক ঝলক দেখা মেলে সানি দেওলেরও। 


 






গত বছর অক্টোবর মাসে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক গুরু দত্তের মৃত্যুবার্ষিকীতে এই ছবির নাম ঘোষণা করেছিলেন নির্মাতারা। বাল্কি বলেছিলেন যে 'চুপ' শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হবে।


আরও পড়ুন: Akshay Kumar: অক্ষয় কুমারের আগামী ছবির লুক ফাঁস! চমকালেন অনুরাগীরা