কলকাতা: বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ফিকে হয়ে আসে অনেক স্মৃতি। কিছু ভাললাগার, কিছু মনখারাপের। তবে যে স্মৃতি ফিকে হয় না? ভোলা যায় না? সেই স্মৃতি দীর্ঘ এত বছর পরেও অবতারণা করায় দীর্ঘ লেখার। দীর্ঘ স্মৃতিচারণার। ছত্রে ছত্রে কষ্ট হলেও, যে দুঃসহ স্মৃতির কথা লিখতে ইচ্ছা করে? বলতে ইচ্ছা করে? এই অনুভূতি হয়তো লিখে বোঝানো যায় না। তবুও লিখলেন তিনি.. চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। 


সোশ্যাল মিডিয়ায় আজ সকালে একটি লম্বা পোস্ট করেছেন অভিনেত্রী-পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়। ছোটবেলার একটি সাদা-কালো ছবি শেয়ার করে চূর্ণী লিখছেন, 'আমার এই ইনস্টাগ্রাম পোস্টটা ভীষণ ব্যক্তিগত। ৬ বছর আগে আমি একবার 'মিটু' -র বিষয়ে সরব হয়েছিলাম। হ্যাঁ, তখন খুব ছোট ছিলাম আমি, কিন্তু কিচ্ছু ভুলে যাইনি। একটা জমে থাকা কান্না, ছোটবেলার যৌন নিগ্রহের একটা দমবন্ধ করা স্মৃতি। এমন একটা মানুষ যে নিগ্রহের স্বীকার হয়েও বছরের পর বছর চুপ থেকেছে, কিছু বলেনি... কারণ সে বলার মতো পরিস্থিতিই তো পায়নি। আমি এখনই এই বিশ্বাস নিয়েই বেঁচে আছি যে ভাগ্য, ঈশ্বর একদিন ঠিক এর শাস্তি দেবেন।


আমি এখনও অপেক্ষা করছি, সেই মানুষটা এসে আমার কাছে ক্ষমা চাইবে। এখন এইটুকুই সেই মানুষটা করতে পারে। ছোটবেলা থেকে যে ট্রমা নিয়ে আমি বড় হয়েছি, তার জন্য ক্ষমা চাওয়া ছাড়া আর সত্যিই কিছু করার নেই। হয়তো সেই মানুষটা ভেবেছে, আমি তার নাম বলতে পারব না। সেই সাহসেই সে ১২ বছরের একটা মেয়েকে হেনস্থা করার সাহস দেখিয়েছিল। আমার দিশেহারা লাগছিল, গোটা পৃথিবীকে জানাতে ইচ্ছা করছিল, কিন্তু হদিশ পাইনি।


আমার এখনও মনে আছে, আমার সঙ্গে ঠিক কী হচ্ছে আমি বুঝতে পারিনি। ছুটে ঘর থেকে পালিয়ে এসেছিলাম। গলা শুকিয়ে এসেছিল আমার, কিন্তু আমার মতো ছোট মেয়ের কথা কেউ বিশ্বাস করেনি। আমার পাশে ছিল না কেউ।


গতকাল দামিনী বেণী বসুর একটি পিটিশনে স্বাক্ষর করার কথা ছিল। বিষয়টা ছিল থিয়েটারকে নারীদের জন্য সুস্থ একটা জায়গা বানানো হোক, সেটা নিয়ে। দেরি হওয়ার জন্য সমর্থন জানাতে পারিনি। এই পোস্টটা আমার সমর্থন হয়ে থাক। শুধু থিয়েটার নয়, আমি বলতে চাই গোটা সমাজটাই নারীদের জন্য নিরাপদ নয়। এই ঘটনার কথা যত শেয়ার করব, ততই যেন আমার ক্ষততে প্রলেপ পড়বে। এটা আমার ক্ষতয় প্রলেপ পড়ার প্রথম ধাপ।


আমি এখনও অপেক্ষা করব ক্ষমা চাওয়ার তবে যা গতিবিধি সেই মানুষের, আমার ধারণা তার যৌন বিকৃতি বিন্দুমাত্রও বদলায়নি। আশা করি আমার এই পোস্টটা সেই লোকটার কাছে পৌঁছবে আর এই বার্তা দেবে, ১২ বছর হলেও আমি এখনও কিছু ভুলিনি।'


 



 


আরও পড়ুন: Bhuvan Bam: কেরিয়ারের নতুন অধ্যায়ের শুরু! দিল্লি ছেড়ে মুম্বইয়ে পাকাপাকিভাবে থাকবেন জনপ্রিয় ইউটিউবার ভুবন বাম


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।