কলকাতা: বিদেশের মাটিতে সম্মান, বাংলার ভালোবাসার তরুণ নায়ক.. ছেলের খ্যাতি, প্রাপ্তি, সম্মান.. যেন এখনও বিশ্বাসই হতে চায় না মায়ের। তাঁর কাছে যে ছেলে সবসময় ছোট, একরত্তি! সোশ্যাল মিডিয়ায় এক গর্বিত মায়ের অনুভূতি উজাড় করে দিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। ছেলে উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly) অক্সফোর্ডের শংসাপত্র পেয়েছে যে...
আজ উজানের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন চূর্ণী। সেপ্টেম্বর মাসে লন্ডন পাড়ি দিয়েছিলেন চূর্ণী, উজান ও কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। অক্সফোর্ডের চত্বর থেকে সেই ছবি ভাগ করে নিয়েছেন চূর্ণী। লিখেছেন, 'এই ছোট্ট ছেলেটাকেই কি আমি আমার শরীরের মধ্যে ধারণ করেছিলাম? এই কি সেই ছেলেটা যার সঙ্গে আমি খেলা করতাম? নার্সারির সেই হাতের লেখায় পুরস্কার পাওয়া থেকে শুরু করে অক্সফোর্ডে বিশ্ব সাহিত্যে ডিস্টিংশন পাওয়া.. তুমি আমার চোখে জল এনে দিয়েছো। সূর্যোদয়... সূর্যাস্ত... সূর্যোদয়... সূর্যাস্ত... সময় কী তাড়াতাড়ি পেরিয়ে যায়...'। পুরনো ও নতুন সময়ের ছবিতে মা-ছেলের রসায়ন অমলীন।
গতকালই সোশ্যাল মিডিয়ায় শংসাপত্র পাওয়ার ছবি ভাগ করে নেন উজান। সোশ্যাল মিডিয়ায় উজান যে ছবি শেয়ার করে নিয়েছেন সেখানে তাঁকে দেখা যাচ্ছে স্নাতকের পোশাকে। গায়ে কালো কোট, মাথায় টুপি, সোশ্যাল মিডিয়ায় ঝলমলে ছবি শেয়ার করে নিয়েছেন উজান। সেই ছবিতে দেখা গেল কৌশিক ও চূর্ণীকেও। ছেলের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা। তবে এই অনুষ্ঠান ছিল পুজোর আগে, উজান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর শংসাপত্র পেয়েছেন তিনি।