Cirkus Box Office Collection: এত প্রচার, এত আড়ম্বর কি দাম পেল? প্রথমদিন কেমন ব্যবসা করল 'সার্কাস'?

Cirkus: মুক্তির আগে বহু জায়গায় প্রচার সেরেছে এই ছবি। ব্যাপকভাবে প্রচার পর্ব চালানো হয়েছিল। কিন্তু এত প্রচার, এত আড়ম্বর কি আদৌ দাম পেল? প্রথম দিন বক্স অফিসে কত টাকার ব্যবসা করল 'সার্কাস'?

Continues below advertisement

মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে রোহিত শেট্টির (Rohit Shetty) ছবি 'সার্কাস' (Cirkus)। শীতের মরসুমে দর্শকদের বিনোদনের জন্য 'সার্কাস' নিয়ে এসেছেন তিনি। মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে রণবীর সিংহ (Ranveer Singh), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), পূজা হেগড়েকে (Pooja Hegde)। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনি লিভার, সঞ্জয় মিশ্রা, বরুণ শর্মা প্রমুখরা। ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। মুক্তির আগে বহু জায়গায় প্রচার সেরেছে এই ছবি। ব্যাপকভাবে প্রচার পর্ব চালানো হয়েছিল। কিন্তু এত প্রচার, এত আড়ম্বর কি আদৌ দাম পেল? প্রথম দিন বক্স অফিসে কত টাকার ব্যবসা করল এই ছবি?

Continues below advertisement

'সার্কাস'-এর বক্স অফিস কালেকশন-

এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'সার্কাস' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, প্রথমদিন এই ছবি ব্যবসা করল ৩.১৬ কোটি টাকার। অর্থাৎ, শুরুটা একেবারেই আশানুরূপ হল না এই ছবির। সাধারণত রোহিত শেট্টির ছবি নিয়ে অনেকটাই বেশি প্রত্যাশা থাকে দর্শকদের। কিন্তু এক্ষেত্রে বক্স অফিসে তার প্রভাব খুব একটা পড়ল না।

" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">

আরও পড়ুন - Salman Khan: দেহরক্ষী শেরার ছেলেকে বড় সুযোগ সলমনের, প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা

অন্যদিকে, চলতি বছরটা একেবারেই ভালো যাচ্ছে না রণবীর সিংহের। চলতি বছর তাঁর মুক্তি পাওয়া ছবি চলেনি একেবারেই। এর আগে মুক্তি পায় 'জোয়েসভাই জোরদার'। কিন্তু সেই ছবি বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে। 'সার্কাস'-এর ট্রেলার মুক্তির পর দর্শকদের উচ্ছ্বাস নজর কাড়লেও বক্স অফিস কালেকশনে তা দেখা গেল না। এখন দেখা যাক, বড়দিন, নিউ ইয়ার, শীতকালের উৎসবের মরসুমে এই ছবি কতটা ভালো ব্যবসা করতে পারে।

Continues below advertisement
Sponsored Links by Taboola