কলকাতা: মুক্তি পেল সিটি অফ জ্যাকেলস-এর অফিসিয়াল পোস্টার ও টিজার! প্রার্থনা রিটেল প্রোজেক্টস ও মুভি টুভি মিডিয়া প্রাইভেট লিমিটেড প্রযোজিত, সুজিত দত্ত পরিচালিত ছবি সিটি অফ জ্যাকেলস। আগামী নভেম্বর মাসেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ক্রাইম ড্রামা।
ছবিতে আরকেসিং ও আশীষ মেহতার প্রোযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখার্জী, দেবপ্রসাদ হালদার ও অমিত সাহাকে। শুক্রবার কলকাতা রাজবাড়িতে ছবির টিজার ও পোস্টার প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়নী ঘোষ, জয় সেনগুপ্ত, পরিচালক সুজিত দত্ত (রিনো), প্রযোজক আর-কে সিং-সহ অন্যান্য কালকুশলীরা।
কী অপেক্ষা করছে দর্শকদের জন্য? জানা গিয়েছে, ছাপোষা মধ্যবিত্ত সদ্য যৌবন উত্তীর্ণ এক ব্যক্তির গল্প বলবে এই ছবি। সব হারিয়ে কার্যত নিস্ব হয়ে বসে থাকা একটা মানুষ শুরু করে স্বপ্ন দেখতে। হ্যাঁ, স্বপ্নই তো। ঘর বাঁধার। নিজের কাছের মানুষকে নিয়ে গ্রামের বাড়িতে সংসার করার। চূড়ান্ত দারিদ্রতার সঙ্গে লড়াই করতে করতেই হঠাৎই একদিন একটি টাকা ভর্তি ব্যাগ খুঁজে পান ব্যক্তি। কিন্তু টাকা একা আসে না। সেই সঙ্গে আগে অনেক গল্প, অশান্তি। যে টাকার জন্য তাঁর প্রতিদিনের লড়াই সেই টাকা আসে তাঁর হাতে। এর পরেই মোড় নেয় গল্প। ব্যক্তির জীবনে ঘটতে থাকে অপ্রত্যাশিত সব ঘটনা, অর্থের মোহ কার্যত এক অন্ধকার জগতের দিকে তাঁকে ঠেলে দেয়। আর এই মোহের পরিণতি কী হয় সেই কাহিনীই জানা যাবে সিটি অফ জ্যাকেলস-এ।
ভয়, বিশ্বাসঘাতকতা আরও বিভিন্ন পরিস্থিতিতে মানুষের মনের অবস্থার ছবি আঁকা হবে সিনেমায়। ভয়, বিশ্বাসঘাতকতা, সন্দেহ তাকে সব কিছু থেকে দূরে অন্ধকারের দিকে ঠেলে দেয়, কি হয় তারপর? সেই গল্পই শোনাবে সুজিত দত্তের ছবি 'সিটি অফ জ্যাকেলস' (City of Jackals)। নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
পরিচালক সুজিত দত্ত (রিনো) এই ছবি সম্পর্কে বলছেন,''সিটি অফ জ্যাকেলস' (City of Jackals) আসলে একটি ক্রাইম ড্রামা। একটা টান টান থ্রিলার রয়েছে এই ছবিতে। এই ছবির মধ্যে দিয়ে একজন নিতান্ত সাধারণ মানুষ, বঞ্চিত শ্রেণীর একজন মানুষের জীবনে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনাবলী তুলে ধরার চেষ্টা করেছি। টাকা একদিকে মানুষকে যেমন স্বপ্ন দেখতে শেখায়, অন্যদিকে টাকা যে মানুষকে অন্ধকার, অসৎ পরিস্থিতিতে দাঁড় করাতে পারে, সেই কঠিন বাস্তব দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই ছবিতে টাকা অন্যতম এক কেন্দ্রীয় চরিত্র বলা যায়। নভেম্বর মাসেই বড় পর্দায় আসছে এই ছবি। আশা করি সকলের খুব ভালো লাগবে।'
প্রসঙ্গত, এর আগেই এই ছবির লুক সবার প্রথম প্রকাশ্যে আনে এবিপি লাইভ (ABP Live)। ছবিতে সায়নীকে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম লুকে। বাকি সব অভিনেতা অভিনেত্রীদের লুকেও চমক রয়েছে। সব মিলিয়ে প্রার্থনা রিটেল প্রজেক্টস প্রাইভেট লিমিটেড ও মুভি টুভি মিডিয়া প্রাইভেট লিমিটেড প্রযোজিত, আর কে সিংহ ও আশীষ মেটা পরিবেশিত এই ছবি 'সিটি অফ জ্যাকেলস'-এ কী চমক থাকছে এখন সেটা দেখারই অপেক্ষা।