সেন্সরশিপ বিতর্কে বম্বে হাইকোর্টের রায়দানের আগেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘উড়তা পঞ্জাব’। পিটিআই সূত্রে খবর। দীর্ঘ বিতর্কের পর অবশেষে মুক্তি পেতে চলেছে এই ছবি। ১৩টি দৃশ্যের জন্যে নিয়ম মেনেই ছবিটিকে ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনি।
তাঁর দাবি, সিবিএফসি ছবির নাম পাল্টানোর নির্দেশ দিয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা না কি পুরোটাই ভুয়ো। সিবিএফসি-র ৯ সদস্যের কমিটি সর্বসম্মতভাবেই এই ছবিকে ছাড়পত্র দিয়েছে।
এদিকে, ‘উড়তা পঞ্জাব’ নিয়ে আজ রায় দেবে বম্বে হাইকোর্ট। ছবি থেকে ‘পঞ্জাব’ নামটি বাদ দেওয়া ও প্রায় ৯০টি দৃশ্য কাটছাঁটের জন্য সেন্সর বোর্ডের সিদ্ধান্তের বিরোধিতা করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন ‘উড়তা পঞ্জাব’-এর প্রযোজকরা।
১৩টি দৃশ্যের জন্যে নিয়ম মেনেই ‘উড়তা পঞ্জাব’কে ‘এ’ সার্টিফিকেট: নিহালনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jun 2016 06:56 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -