এদিন অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান। সকলের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন ভারতী।
সেদিনের পর্বটিই ছিল রোম্যান্টিক স্পেশ্যাল। ভারতী ও হর্ষ রোম্যান্টিক একটি গানের সঙ্গে পারফর্ম করেন।
ভারতী বলেন, হর্ষের মা তাঁকে ছেলের দায়িত্ব দিয়েছেন। বলেছেন, সকালে ঘুম থেকে ওঠার আগেই যেন তার সব চাওয়া পূর্ণ করেন ভারতী। সেই মতো সব সামলান তিনি। অর্থাৎ একই সঙ্গে মা ও স্ত্রীয়ের দায়িত্ব পালন করেন তিনি।
তারপরই ভারতী একটি বাচ্চা-পুতুল হাতে নিয়ে বলেন, হতে পারে আজকে আমার কোলে নকল বাচ্চা, কিন্তু ২০২১ এ আমার হাতে সত্যিকারের বাচ্চাই থাকবে।
সেই সঙ্গে ভারতী জানালেন, তাঁর কাছে প্রেম মানেই হর্ষ। তাঁর মধ্যেই ঈশ্বর দর্শন করেন। সকলকে অনুরোধ করেন, প্রার্থনা করুন, প্রথম সন্তান যেন মেয়েই হয়।