জবলপুর: থানার মধ্যে দাঁড়িয়ে এক যুবক। রক্তে ভেসে যাচ্ছে সবুজ জামা। পিঠে গিঁথে আছে ছুরির ফলা। যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই অভিযোগ লিখতে বলছেন পুলিশকে। চোখের সামলে রক্তাক্ত যুবককে দেখেও 'গড়িমসি' করছে পুলিশ! অভিযোগ লিখছেন তো, লিখেই চলেছেন পুলিশ আধিকারিক।


সম্প্রতি এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তারপর পুলিশের উপর দেদার ক্ষেপে ওঠে মধ্যপ্রদেশের মানুষ।

জবলপুরের গড়হা পুলিশ থানার ঘটনা। পিঠে গাঁথা ছুরি নিয়েই হাজির যুবক। রক্তে ভাসছে চারিদিক। এমত অবস্থায় এক ব্যক্তিকে দেখে হাসপাতালে নিয়ে যাওয়া তো দূরের কথা, পুলিশের মধ্যে এক অদ্ভুত নির্লিপ্ত ভাব, অভিযোগ নেটিজেনদের। পুলিশ নাকি আইনি কাজকর্ম সামলাতেই ব্যস্ত! তাহলে কোনটি বেশি জরুরি? আইনি পদ্ধতি নিয়ে গড়িমসি করা নাকি দ্রুত আহতকে বাঁচানোর চেষ্টা করা?

সোনু নামের ওই ব্যক্তিকে যে বা যারা ছুরি মারে, তারা পলাতক। এই ঘটনার পর চিৎকার চ্যাঁচামেচি শুনে বাড়ির লোকজন ছুটে যান ঘটনাস্থলে। তারপর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ছুরির আঘাতে বড় একটা ঘায়েল হননি যুবক, অবস্থাও স্থিতিশীল জানিয়েছে হাসপাতাল। অভিযোগের তির, স্থানীয় যুবক গোলুর দিকে। সম্প্রতি বাদানুবাদে জড়ান তারা। খবর স্থানীয় সূত্রে।