কলকাতা: দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছিলেন এই কমেডিয়ান জুটি। অবশেষে, ভারতী সিংহের (Bharti Singh) কোল আলো করে এল দ্বিতীয় সন্তান। দ্বিতীয়বার বাবা হলেন, স্বামী হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiyaa)। শোনা গিয়েছিল, ভারতীর কোলে নাকি এবার যমজ সন্তান আসতে চলেছে। তবে তা নয়, দ্বিতীয়বার পুত্র সন্তানই এসেছে হর্ষ আর ভারতীর কোলে। ভারতী আর হর্ষের ইচ্ছা ছিল, এবার তাঁদের কোলে আসুক কন্যাসন্তান, তবে সে ইচ্ছা পূর্ণ হল না।
ভারতী আর হর্ষের এক পুত্রসন্তান রয়েছে, নাম লক্ষ্য। তার বয়স ৩ বছর। জানা যাচ্ছে, অন্যান্য দিনের মতো এদিন ও শ্যুটিংয়ে গিয়েছিলেন ভারতী। তবে কাজ করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বুঝতে পারেন যে, তাঁর প্রসবের সময় এগিয়ে এসেছে। এরপরে ভারতীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই সুস্থভাবে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ভারতী। জানা যাচ্ছে, মা ও শিশু ২ জনেই ভাল আছে। এর আগে, ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে বড় করে বেবি শাওয়ার উদযাপন করেছিলেন হর্ষ ও ভারতী। উপস্থিত ছিলেন অঙ্কিতা লোখণ্ডে থেকে শুরু করে ফারহা খানের মতো তারকারা। কেক কাটা থেকে শুরু করে বিভিন্ন মজার গেম-শো -এর আয়োজন করা হয়েছিল।
ভারতীয় টেলিভিশনে শো করার পাশাপাশি, নিয়মিত ভ্লগ করেন। সেখানেই ভারতী একবার জানিয়েছিলেন, তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটারর্স গন্ডোগোল করছে। সুগার বেড়ে যাচ্ছে তাঁর। সেই কারণেই যথেষ্ট চিন্তায় রয়েছেন তিনি। সন্তান সুস্থ থাকবে কি না, প্রসবের সময় কোনও সমস্যা হবে কি না, এই সমস্ত চিন্তাই তাড়িয়ে বেড়াচ্ছিল ভারতীকে। তবে পাশাপাশি ভারতী শেয়ার করে নিয়েছিলেন মন ভাল করার মতো কিছু দৃশ্য। ভারতী জানিয়েছিলেন, তাঁর ছেলে, মাত্র ৩ বছরের লক্ষ্য তাঁকে ইতিমধ্যেই জানিয়েছে যে, একরত্তি এলে তার সমস্ত দেখাশোনা সেই করবে। ভারতীকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না। লক্ষ্যের এই ব্যবহারে মুগ্ধ ভারতী।
এর আগে, বিভিন্ন সাক্ষাৎকারে ভারতী এবং হর্ষ ২ জনেই জানিয়েছিলেন, তাঁরা চান এবার তাঁদের কোলে কন্য়াসন্তান আসুক। কোলে কন্যাসন্তান না আসা পর্যন্ত চেষ্টা করে যেতে চান তাঁরা। তবে এবার ভারতী আর হর্ষের সেই ইচ্ছা পূর্ণ হল না। তাঁদের কোলে এবার ও পুত্রসন্তানই এসেছে। তবে ভারতী আর হর্ষ নতুন সদস্যকে নিয়ে ভীষণ খুশি।