কলকাতা: টি-২০ বিশ্বকাপ জিতে রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটের এই ফর্ম্যাট থেকে অবসর গ্রহণের পর থেকে তাঁর কাঁধে ভারতের টি-২০ দলের নেতৃত্বের দায়িত্ব। ভারতের সামনে আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) খেতাব রক্ষার লড়াই। কারণ, গতবারের চ্যাম্পিয়ন হিসাবে ভারত নামছে টুর্নামেন্টে। তার ওপর খেলা দেশের মাটিতে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে পরের টি-২০ বিশ্বকাপ। সেখানে কি ভারতের অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবকেই দেখা যাবে?
গত কয়েকদিন ধরে যাঁর ফর্ম নিয়ে প্রশ্ন ক্রমশ জোরাল হচ্ছে। ব্যাটে রান নেই। উইকেটের চারপাশে শট খেলার জন্য তাঁকে এ বি ডিভিলিয়ার্সের পর বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বলা হয়। কিন্তু সেই সমস্ত অভিনব শটও তাঁর ব্যাটে আর দেখা যাচ্ছে না। পাশাপাশি ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন শুভমন গিল। যাঁকে টেস্ট ও ওয়ান ডে দলের পর টি-২০ ফর্ম্যাটেও জাতীয় দলের অধিনায়ক ভেবে ফেলা হয়েছে। এমনকী, শুভমনকে টি-২০ দলে জায়গা করে দিতে ছেঁটে ফেলা হয়েছে যশস্বী জয়সওয়ালকে, একাদশে নিশ্চিত নন সঞ্জু স্যামসন, উপেক্ষার তালিকায় ঈশান কিষাণ। টি-২০ বিশ্বকাপের আগেই কি নেতৃত্বের ব্যাটন সূর্যকুমারের কাছ থেকে নিয়ে শুভমনের হাতে তুলে দেওয়া হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চলতি টি-২০ সিরিজে স্কাইয়ের ব্যাটে রানের খরার পর সেই প্রশ্ন আরও তীব্র হয়েছে। জোর জল্পনা চলছিল, টি-২০ বিশ্বকাপের আগে কি অধিনায়ক বদলের মতো বৈপ্লবিক কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে? এরই মাঝে বড় আপডেট পাওয়া গেল ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে।
খোঁজ নিয়ে জানা গেল, কোচ গৌতম গম্ভীরের আমলে যতই একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত হয়ে থাকুক না কেন, টি-২০ দলের নেতৃত্বের মুকুট থাকছে সূর্যকুমারের মাথাতেই। বিশ্বকাপের আর মাত্র মাস দেড়েক বাকি। তার আগে সূর্যের মসনদ কাড়ার মতো পদক্ষেপ করা হবে না।
শনিবার, ভারতীয় সময় দুপুর দেড়টায় মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। যেখানে আসন্ন টি-২০ বিশ্বকাপ ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। সেখানে নির্বাচক প্রধান অজিত আগরকর থাকবেন। আর থাকবেন সূর্যকুমার। যিনি ভারতীয় দলের অধিনায়ক হিসাবেই দল গঠনের নেপথ্যে পরিকল্পনা ও চিন্তাভাবনার কথা জানাবেন।
টি-২০ বিশ্বকাপে সূর্যের নেতৃত্বেই ভরসা রাখতে চলেছে টিম ইন্ডিয়া।