Comedian Sunil Pal Missing: শো করতে গিয়ে নিখোঁজ মুম্বইয়ের (Mumbail Bollywood Comedian) জনপ্রিয় কমেডিয়ান সুনীল পাল (Comedian Sunil Pal)। মুম্বইয়ের বাইরে তিনি শো করতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। শো সেরে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু কোনও খোঁজ মেলেনি সুনীলের (Sunil Pal Missing)। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী। সূত্রের খবর, ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন সুনীল (Comedian Sunil Pal Missing)। সূত্রের খবর, কমেডিয়ান এবং অভিনেতা সুনীল পালের স্ত্রী মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, একাধিক লোক সুনীলের ফোন ব্যবহার করে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং টাকা চেয়েছেন। এই প্রসঙ্গেও অভিযোগ দায়ের করা হয়েছে সান্তাক্রুজ থানায়। সুনীলের এবার নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়েছেন তাঁর অনুরাগীরা।
সূত্রের খবর, মুম্বইয়ের বাইরে শো করতে গিয়েছিলেন সুনীল। ৩ ডিসেম্বর ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তাঁর স্ত্রী ফোনে বারংবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ফোন আনরিচেবল রয়েছে বলে খবর। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে সূত্রের মারফত। সুনীলের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০০৫ সালে 'দ্য গ্রেট ইন্ডিয়া লাফটার চ্যালেঞ্জ'- এই নন-ফিকশন কমেডি শোতে নজরে আসেন সুনীল পাল। তাঁর পারফরম্যান্স মুগ্ধ করেছিল দর্শকদের। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাঁর ফ্যান-ফলোয়ারদের সংখ্যা।
শুধুমাত্র স্ট্যান্ড-আপ কমেডির জগতেই নয়, সুনীল পাল কৌতুক অভিনেতা হিসেবেও দর্শকদের মন জয় করেছেন বারবার। ভয়েস ওভার শিল্পী হিসেবেও সুনীলের জুড়ি মেলা ভার। 'বম্বে টু গোয়া', 'ফির হেরা ফেরি', 'হাম তুম', 'আপনা সপনা মানি মানি', 'কিক'- এইসব বলিউড ছবিতে সুনীলের অভিনয় মনে রাখার মতো। টেলিভিশন থেকেই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তারপর সিলভার স্ক্রিনেও জাদু দেখিয়েছেন নিজের পারফরম্যান্সের মাধ্যমে। তবে টেলিজগতকে ভুলে যাননি তিনি। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শো', 'কমেডী চ্যাম্পিয়নস', 'কমেডি সার্কাস কে সুপারস্টার্স'- এইসব কমেডি রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন সুনীল।
আরও পড়ুন- তিনমাসেও হল না সুরাহা ! টলিপাড়ায় ফের অসন্তোষের আঁচ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।