জাহ্নবীর সঙ্গে শ্রীদেবীর তুলনা টানা ঠিক নয়: ফারাহ খান
ছবির প্রধান ভূমিকায় রয়েছেন জাহ্নবী কপূর এবং শাহিদ কপূরের ভাই ঈশান খট্টর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘ধড়ক’ ছবিটি আদতে মারাঠি ছবি সৈরাট-এর হিন্দি ভার্সান। ছবির পরিচালক কর্ণ জোহর। ফারাহ খান মূল ছবির ঝিঙ্গাট গানকে নতুন রূপে দেখিয়েছেন।
শ্রীদেবী সম্পর্কে ফারহা বলেন, আমি ওনাকে ভীষণই ভালবাসতাম। আমার কেরিয়ারের শুরুতে তিনি আমাকে প্রচুর সাহায্য করেছিলেন।
তাঁর বড় মেয়ে জাহ্নবী কপূর ‘ধড়ক’ ছবির মাধ্যমে ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন।
প্রসঙ্গত, শ্রীদেবী হিন্দি সিনেমা জগতের একজন খ্যাতনামা শিল্পী ছিলেন। গতমাসে দুবাইতে মারা যান ৫৪ বছরের শ্রীদেবী।
ফারাহ বলেন, জাহ্নবী ভীষণই ভাল মেয়ে। সে একজন ভাল ডান্সারও। ও ভীষণ দ্রুত যে কোনও ডান্সকে করায়ত্ত করতে পারে। তবে, এখনই মায়ের সঙ্গে জাহ্নবীর তুলনা টানা ঠিক নয়।
এই প্রসঙ্গে ফারহার মতে, জাহ্নবী বা তাঁর মতো নবাগতদের সঙ্গে শ্রীদেবীর তুলনা টানা ঠিক নয়।
হিন্দি সিনেমার ডিরেক্টর তথা নৃত্য-পরিচালক ফারাহ খানের সঙ্গে শ্রীদেবীর কোরিওগ্রাফির একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে গিয়ে এখন প্রয়াত অভিনেত্রীর কন্যা জাহ্নবীকে তাঁর প্রথম ছবি ‘ধড়ক’-এ কোরিওগ্রাফি করাচ্ছেন ফারহা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -