নয়াদিল্লি: তাপসী পান্নুর (Taapsee Pannu) বিরুদ্ধে পুলিশে অভিযোগ (Police Complaint) দায়ের। কিন্তু কেন? হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে বলিউড তারকার (Bollywood Star) বিরুদ্ধে। দক্ষিণ পন্থী এক দল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইনদওরে (Indore) অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সোমবার এক পুলিশ আধিকারিকের কথায় মুম্বইয়ের ফ্যাশন শোয়ে (Fashion Show) তাপসী পান্নু যে পোশাক পরেছিলেন তা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। 


তাপসী পান্নুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের


হিন্দ রক্ষক দলের সদস্য একলব্য সিংহ গৌরের (Eklavya Singh Gaur) অভিযোগ অনুযায়ী, এক ফ্যাশন শোয়ে তাপসী পান্নুকে চটকদার এক পোশাকের সঙ্গে লক্ষ্মী দেবীর মূর্তি সম্বলিত গয়না পরতে দেখা গেছে। যদিও এক পুলিশ আধিকারিকের কথায় কোনও এফআইআর দায়ের করা হয়নি এবং অভিযোগের তদন্ত চলছে।


বিতর্কের কেন্দ্রে থাকা তাপসী পান্নুর এই সাজপোশাক দেখা গিয়েছিল 'ল্যাকমে ফ্যাশন উইক ২০২৩'-এ (Lakme Fashion Week 2023)। মণিশা জয়সিং (Monisha Jaising) নামক ফ্যাশন ডিজাইনার তাপসীর ওই পোশাক ডিজাইন করেন। তাপসীকে ঝলমলে ক্রিমসন রঙের গাউনে র‍্যাম্পে হাঁটতে দেখা যায়। অজস্র সিকুইনে পূর্ণ একটি অলঙ্কৃত গাউন পরেছিলেন তিনি। সেই সঙ্গে বেশ বড় একটি সোনালি রঙের নেকলেস পরেছিলেন। এই ছবি তিনি নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। 


ফ্যাশন শোয়ের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোলড হন অভিনেত্রী। অনেক নেটিজেনের মতেই এতটা খোলামেলা পোশাকের সঙ্গে লক্ষ্মী দেবীর মূর্তি খোদাই করা গয়না পরা উচিত হয়নি অভিনেত্রীর। এমন চটকদার পোশাকের সঙ্গে দেবী নেকলেস পরাটা ভীষণই 'অসংবেদনশীল' কাজ বলে দাবি করেন অনেকে, শুরু হয় নীতি পুলিশি।


 






অন্যদিকে, কাজের ক্ষেত্রে, তাপসী পান্নুকে এরপর 'ডাঙ্কি' ছবিতে দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে। ছবির পরিচালনায় রাজকুমার হিরানি। ২০২২ সালের এপ্রিল মাসে শুরু হয়েছে ছবির শ্যুটিং। এরপর ছবির বড় অংশের শ্যুটিং হলে পাঞ্জাবে। এছাড়া বিক্রান্ত মেসির সঙ্গে 'হসিন দিলরুবা'র সিক্যুয়েল নিয়েও ব্যস্ত তিনি। 


আরও পড়ুন: Priyanka Chopra: ৩০ বছর বয়সেই নিজের ডিম্বানু সংরক্ষণ করে রেখেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া!