নয়াদিল্লি:  প্রিয়ঙ্কা চোপড়ার ভক্তদের জন্যে সুখবর। ২০১৭ সালেও ফের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে অংশ নিতে চলেছেন প্রিয়ঙ্কা এবং তিনি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন কিংবদন্তী শিল্পী মাইক জ্যাগারের সঙ্গে। আর এই খবর অভিনেত্রী স্বয়ং তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট মারফৎ জানিয়েছেন, সঙ্গে মাইক জ্যাগারের ছবি দিয়ে পিসি লিখেছেন ‘অস্কার হেয়ার উই কাম’। এদিকে হলিউডও ফের একবার অস্কারের রেড কার্পেটে প্রিয়ঙ্কা ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবে। ইদানিংকালে আন্তর্জাতিক মানের যেকোনও অনুষ্ঠানে প্রিয়ঙ্কার স্টাইল স্টেটমেন্ট সকলের নজর কেড়েছে। আগের বছর অস্কার মঞ্চে প্রিয়ঙ্কার জুহারি মুরাদের সাদা গর্জিয়াস গাউন সকলের আলোচনার বিষয় ছিল। অতএব এবছরও সকলের নজর থাকবে প্রিয়ঙ্কার ফ্যাশনের দিকে।