মুম্বই: বলিউডে ইদানিংকালে বায়োপিক বানানোর হিরিক পড়েছে। স্পোর্টস দুনিয়া থেকে গ্ল্যামার জগত্ বা রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা আন্ডারওয়ার্ড ডন, সকলেই বায়োপিকের বিষয় হয়ে উঠছেন। এবার ব্যাডমিন্ট প্লেয়ার সাইনা নেহওয়ালের জীবন নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কপূর।

এর আগে খেলার দুনিয়া যে ব্যক্তিদের নিয়ে বায়োপিক তৈরি হয়েছে এবং বক্স অফিসে সাফল্যও পেয়েছে সেই সমস্ত ছবি, তারমধ্যে রয়েছে ফারহান আখতার অভিনীত মিলখা সিংহ, প্রিয়ঙ্কা চোপড়ার ‘মেরি কম’, সুশান্ত সিংহ রাজপুতের ‘ধোনি দ্য আনটোল্ড স্টোরি’। তবে ইমরান হাসমি অভিনীত আজহারের জীবন নিয়ে তৈরি বায়োপিক বক্স অফিসে সেই ম্যাজিক তৈরি করতে পারেনি। আগামী ২৬ মে পর্দায় আসছে সচিন তেণ্ডুলকরের জীবন নিয়ে তৈরি বায়োপিক।

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘তারে জমিন পার’ ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর, ‘স্ট্যানলে কা ডাব্বা’, ‘হাওয়া হাওয়াই’-এর পরিচালক অমোল গুপ্তা। জানা গিয়েছে শ্রদ্ধাকে তাঁর বায়োপিকের মুখ্য চরিত্রের জন্যে নেওয়ায় খুশি সাইনাও। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।