নয়াদিল্লি: প্রায় ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের (money laundering) অভিযোগে জেলে রয়েছেন 'কনম্যান' সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)। আর সেখান থেকেই এবার অভিনেত্রী জ্যাকলিনকে (Jacqueline Fernandez) উপহার দিলেন প্রমোদতরী (Yacht)। নায়িকার জন্মদিন বলে কথা, তাই এই উপহারের বিশেষ নামও রাখলেন তিনি।
জেলে বসেই জ্যাকলিনকে প্রমোদতরী উপহার সুকেশের
গত রবিবার, ১১ অগাস্ট জন্মদিন ছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। সেই উপলক্ষ্যে 'প্রিয় মানুষ'কে সুকেশ দিলেন দামী উপহার। প্রমোদতরী পাঠালেন অভিনেত্রীর জন্য যার নাম রাখলেন 'লেডি জ্যাকলিন'। সূত্রের খবর, সুকেশের দাবি এই প্রমোদতরীই ২০২১ সালে পছন্দ করেছিলেন জ্যাকলিন। শ্রীঘরে বসেই বিভিন্ন মিডিয়া হাউজে চিঠি লেখেন সুকেশ চন্দ্রশেখর এবং সেখানেই এই প্রমোদতরী ও অন্যান্য উপহারের উল্লেখ করেছেন।
সুকেশ এও জানিয়েছেন যে ওই প্রমোদতরী সম্পূর্ণ আইনি পথে কেনা এবং সমস্ত দাম ও কর দেওয়া হয়েছে। জ্যাকলিন যেহেতু প্রাণী সুরক্ষার সঙ্গেও জড়িত তাই তাঁকে পোষ্যদের জন্য হাসপাতালও উপহারও দিয়েছেন সুকেশ। তিনি জানিয়েছেন যে বেঙ্গালুরুর সেই হাসপাতাল তৈরির কাজ প্রায় শেষের দিকে।
সুকেশ তাঁর চিঠিতে আরও উল্লেখ করেন যে তিনি কেরলের ওয়েনাডের ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ১৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানকার গৃহহারাদের জন্য ৩০০ বাড়ি তৈরিরও কথা দিয়েছেন তিনি। চন্দ্রশেখর আরও যোগ করেছেন যে তিনি কেরল সরকারের সঙ্গে কাজ করার জন্য এবং তাঁর প্রতিশ্রুতিপূর্ণ পরামর্শ কার্যকর করার জন্য একটি সম্পূর্ণ দল মোতায়েন করেছেন।
২০১৫ সালের ২৯ মে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০-বি ধারায় গ্রেফতার করা হয় সুকেশ চন্দ্রশেখরকে। এছাড়াও একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে। গত মাসে বম্বে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করলেও এখনও তিনি জেলেই রয়েছেন কারণ তাঁর বিরুদ্ধে চলছে আরও একাধিক মামলা।
২০২২ সালে ইডির পেশ করা চার্জশিটে দাবি করা হয় যে সুকেশ তাঁর বেআইনি অর্থ খরচ করে জ্যাকলিনকে একাধিক দামী উপহার কিনে দিতেন। অন্যদিকে ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের সঙ্গে যোগ থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হয় নোরা ফতেহিকেও (Nora Fatehi)।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।