প্যারিস: পদক সংখ্যা কমেছে। টোকিও অলিম্পিক্সে (Olympics 2024) ৭টি পদক জিতেছিল ভারত। টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়ার (Neeraj Chopra) হাত ধরে এসেছিল সোনার পদক। রুপো জিতেছিলেন সাইখম মীরাবাঈ চানু ও রবি কুমার দাহিয়া। ব্রোঞ্জ জিতেছিলেন পি ভি সিন্ধু, লভলিনা বরগোহাঁই, বজরঙ্গ পুনিয়া ও পুরুষ হকি দল। প্যারিস অলিম্পিক্সে সর্বোচ্চ সম্মান - একটি রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। আর সেই সম্মানও এসেছে নীরজ চোপড়ার হাত ধরেই। পাশাপাশি ভারতের ঝুলিতে এসেছে পাঁচটি ব্রোঞ্জ। তিনটি শ্যুটিংয়ে, একটি ব্রোঞ্জ হকিতে ও একটি ব্রোঞ্জের পদক কুস্তিতে।
তবে ভারতীয় অ্যাথলিটরা পদক সংখ্যা আগের অলিম্পিক্সের চেয়ে পিছিয়ে পারলেও, সকলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। প্রত্যেক পদকজয়ীকে যিনি ব্যক্তিগতভাবে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন। দিয়েছেন বাহবা।
রবিবার প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) সমাপ্তি ঘোষণা করা হল। রাতের দিকে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্যারিস অলিম্পিক্স শেষ হওয়ার দিন আমি ভারতের প্রতিনিধিত্ব করা প্রত্যেক অ্যাথলিটের প্রশংসা করছি। প্রত্যেক অ্যাথলিট নিজের সেরাটা দিয়েছেন। দেশের প্রত্যেকে তাঁদের নিয়ে গর্বিত। আগামী প্রতিযোগিতার জন্যেও আমাদের ক্রীড়াবিদদের অনেক শুভেচ্ছা জানাই।'
১৬ দিন ব্যাপী অনুষ্ঠিত প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি হল ১১ অগাস্ট, রবিবার। স্যেন নদীর ওপর হয়েছিল অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। প্রথা ভেঙে সেই প্রথম কোনও স্টেডিয়ামের বাইরে হয়েছিল অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। তবে সমাপ্তি অনুষ্ঠান হল স্টেডিয়ামেই। স্তাদ দ্য ফ্রান্স হয়ে উঠেছিল কনসার্ট হল। চোখধাঁধানো সমাপ্তি অনুষ্ঠানে অলিম্পিক্সের ব্যাটন তুলে দেওয়া হল লস অ্যাঞ্জেলসের হাতে। ঠিক চার বছর পর, ২০২৮ সালে যেখানে বসবে অলিম্পিক্সের আসর।
আরও পড়ুন: বিনেশের আবেদন কি আদৌ সঠিক? এবার মুখ খুললেন সৌরভও
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।