পটনা : শ্রাবণের চতুর্থ সোমবার । হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই সোমবারের গুরুত্ব অনেক। তাই বিহারের জেহানাবাদে মন্দিরে হয়েছিল প্রবল ভিড়। দেবদর্শনের তাড়াহুড়োয়, বিশৃঙ্খলার কারণে ঘটে গেল ভয়াবহ ঘটনা। 


বিহারের এই মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু পুণ্যার্থী। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষ্যে রাত থেকেই পুণ্যার্থীদের ভিড় জমে জেহানাবাদের সিদ্ধেশ্বরনাথ মন্দিরে। স্থানীয় সূত্রে দাবি,  শিবলিঙ্গের মাথায় জল ঢালার সময় হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশ লাঠিচার্জ করায় ছুটোছুটিতে পদপিষ্ট হন পুণ্যার্থীরা।


  জেহানাবাদে বাবা সিদ্ধনাথের মন্দির শিবভক্তদের কাছে বিশেষ গুরুত্ববহ। এটি ওই অঞ্চলের প্রসিদ্ধ শিব মন্দির । প্রকৃতপক্ষে সিদ্ধেশ্বর নাথ মন্দির নামেও পরিচিতি ভক্তমহলে। পাহাড়ের চূড়োয় রয়েছে এই মন্দিরটি। মন্দিরটি খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে গুপ্তবংশের রাজত্বকালে নির্মিত হয়েছিল বলে জানা যায়। স্থানীয় কিংবদন্তি বলে, রাজা জরাসন্ধের শ্বশুর বানা রাজাকে মন্দিরটি নির্মাণ করেন।       


বাগডোগরাতেও পুণ্যার্থীদের মৃত্যু


অন্যদিকে আবার শ্রাবণ সোমবারে এই রাজ্যে বাগডোগরাতেও ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। পথচলতি পুণ্যার্থীদের ৬ জনকে পিষে মারল বেপরোয়া গাড়ি। গুরুতর জখম হয়েছেন কয়েকজন পুণ্য়ার্থী। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দল বেঁধে বাগডোগরার মুনি চা বাগানের কাছে জংলিবাবার শিবমন্দিরে জল ঢালতে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি দল। ২৭ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় পিছন দিক থেকে বেপরোয়া গতিতে এসে একটি গাড়ি পুণ্যার্থীদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। ধাক্কা মেরে রাস্তার ধারে নর্দমায় পড়ে যায় গাড়ি। গাড়ির চালক ও আরোহীরাও পুজো দিয়ে ফিরছিলেন। সকলেই পলাতক।  


মৃত্যু দিনাজপুরেও 
অন্যদিকে আবার দক্ষিণ দিনাজপুরে, পতিরামের শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছিল পুণ্যার্থীর দল। সেই দলে ছিল বালুরঘাটের বড় রঘুনাথপুরের বাসিন্দা ৯ বছরের শিবম শর্মাও । অভিযোগ, বেপরোয়া টোটো পথচলতি পুণ্যার্থীদের ওপরে উল্টে পড়ায় গুরুতর জখম হয় ওই বালক। পরে তার মৃত্যু হয় । 


আরও পড়ুন

RG কর কাণ্ডে জড়িত বড় মাথা? সঞ্জয়ের সঙ্গে আর কে কে ? ভাইরাল অডিও-য় খুলে গেল বড় সত্যি?  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।          



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।