কলকাতা: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’-র অশোক করোনা ভাইরাসে আক্রান্ত। ২১ তারিখ টেলিপাড়ায় শ্যুটিং করে যাওয়ার পর থেকেই খানিক অসুস্থ বোধ করছিলেন তিনি। জ্বর, সর্দি, কাশি কিংবা গলা ব্যথার মতো উপসর্গ না থাকলেও খাবারের কোনও স্বাদ পাচ্ছিলেন না তিনি। সন্দেহ হতেই ডাক্তারের পরামর্শে করোনা পরীক্ষা করান অভিনেতা। তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এখন বাড়িতেই রয়েছেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল।
অভিনেতার আক্রান্ত হওয়ার পর শ্যুটিং বন্ধ না হলেও নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। ২১ তারিখের পর থেকে কোনও দৃশ্য না থাকায় সেটেও আসেননি তিনি। তবে ‘কৃষ্ণকলি’-র টিমের যে সদস্যরা আক্রান্ত অভিনেতার সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেকেরই করোনা পরীক্ষা করা হবে। ইতিমধ্যেই অনেকের পরীক্ষাও হয়েছে। তবে আর কারও আক্রান্ত হওয়ার খবর এখনও নেই।
(ধারাবাহিক ‘কৃষ্ণকলি’)
এদিকে করোনা আক্রান্ত হয়েছেন ধারাবাহিক ‘কনে বউ’-এর মুখ্য চরিত্রাভিনেত্রী। তিনিও উপসর্গহীনই ছিলেন। তবে শ্যুটিংয়ে এসে অসুস্থ বোধ করায় তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। করোনা পরীক্ষার পর জানা যায় সেই অভিনেত্রীও আক্রান্ত। যদিও ‘কৃষ্ণকলি’-র মতো শ্যুটিং চলছে ‘কনে বউ’-এর। অতিরিক্ত সতর্কতা, সুরক্ষা নেওয়া তো বটেই যেহেতু মুখ্য চরিত্র কোয়ারেন্টিনে তাই বদল করা হয়েছে চিত্রনাট্যতেও।
(ধারাবাহিক 'কনে বউ')
অভিনেতা, অভিনেত্রী বাদে করোনা হানা দিয়েছে আর্টিস্টদের মেকআপ রুমেও। জানা গিয়েছে ‘সিংহলগ্না’ নামের ধারাবাহিকের মেকআপ আর্টিস্ট করোনা আক্রান্ত। ১২ দিন তিনি হোম আইসোলেশনে। তবে প্রোডাকশন হাউজের পক্ষ থেকে তাঁকে আরও এক সপ্তাহ বাড়িতেই বিশ্রাম নিতে বলা হয়েছে।