শুক্রবারই নবান্ন সূত্রের জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন শাহরুখ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, করোনা মোকাবিলায় রাজ্য সরকার যে আপতকালীন তহবিল তৈরি করেছে সেখানে আড়াই কোটি টাকা দান করবেন। এরপরই শাহরুখকে ট্যুইট করে মমতার বার্তা,
'ধন্যবাদ শাহরুখ। এই কঠিন সময়ে তোমার অনুদান বিপন্ন মানুষদের সাহায্যে কাজে আসবে। যে লক্ষ লক্ষ মানুষ তোমাকে শ্রদ্ধা করে এবং রোল মডেল মনে করে, তোমার এই অনুদান, তাঁদের অনুপ্রাণিত করবে।'
এরপরই শাহরুখের বিনয়ী প্রতিক্রিয়া,
'দিদি, আপনার নিঃস্বার্থ মানবিক কাজে, এক ভাই হয়ে হাত বাড়ানো আমার কর্তব্য।'
এছাড়াও করোনা যুদ্ধে আক্রান্তদের কোয়ারেন্টিনের জন্য মুম্বই পুরসভাকে পুরনো একটি অফিস-বাড়ি ব্যবহার করতে দিলেন শাহরুখ-গৌরি।
বৃহনমুম্বই মিউনিসিপল কর্পোরেশনের তরফে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে শনিবার সকালে। ৪ তলা এই বাড়ি কোয়ারেন্টিনের জন্য ব্যবহার করতে দেওয়ার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছে বিএমসি। এই ট্যুইটটিই পরে রিট্যুইট করেন শাহরুখ।
এর কিছুক্ষণ পরেই #SRKOfficeForQuarantine ট্যুইটারে টপ ট্রেন্ড হয়ে যায়। ট্যুইটার ভেসে যায় প্রশংসা বার্তায়।