নয়াদিল্লি: প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে কি আর ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে? তিনি কি টি-২০ বিশ্বকাপে খেলবেন? না কি তিনি জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন? আইপিএল নিয়ে অনিশ্চয়তার মধ্যে এই প্রশ্ন যখন ফের মাথাচাড়া দিচ্ছে, তখন ধোনি সম্পর্কে একটি তাৎপর্যপূর্ণ তথ্য দিলেন তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু। তিনি জানিয়েছেন, অবসরের বিষয়ে কোনও প্রশ্ন করলেই ধোনি রেগে যান। তিনি এখনই অবসর নিতে নারাজ। বরং আরও কিছুদিন খেলতে চান।


একটি সাক্ষাৎকারে ধোনির ওই বন্ধু জানিয়েছেন, ‘গত কয়েকমাস ধরে আরও বেশি অনুশীলন করছে মাহি। আমি এর আগে কোনওদিন ওকে এত পরিশ্রম করতে দেখিনি। ও ভাল করেই জানে বয়স বাড়ছে। সেই কারণেই নিজেকে ফিট রাখার জন্য এত পরিশ্রম করছে। যখন ওর পাশে কেউ ছিল না, তখনই ও সবাইকে ভুল প্রমাণ করেছে। আর এখন ওর পাশে আছে লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী। তাই ও আরও একবার নিজেকে প্রমাণ করতে চায়। আমরা যখনই ওকে অবসর নিয়ে প্রশ্ন করি, তখনই মাহি রেগে যায়। ও মনে করে, এখনও ও দেশের সবচেয়ে ফিট ও দ্রুতগামী উইকেটকিপার।’

গত বছরের বিশ্বকাপ সেমি-ফাইনালের পর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি ধোনি। তিনি আইপিএল-এর জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। প্রথমে রাঁচিতে এবং পরে চেন্নাইয়ে গিয়ে অনুশীলন করছিলেন। কিন্তু করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় তিনি বাড়ি ফিরে গিয়েছেন। এবারের আইপিএল হওয়া নিয়ে সংশয় তৈরি হওয়ায় তাঁর মাঠে ফেরা বিলম্বিত হচ্ছে।