করোনা বিতর্কের আগেও একাধিকবার শিরোনামে এসেছেন বলি গায়িকা কণিকা কপূর! জানেন কেন?
করোনাভাইরাসে আক্রান্ত ‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’ সহ বিভিন্ন বলি হিট আইটেম গানের গায়িকা কণিকা কপূর। কয়েকদিন আগেই করোনা সন্দেহে স্বাস্থ্য পরীক্ষা করার পরেই জানা যায় করোনা পসিটিভ লন্ডন ফেরৎ এই বলি গায়িকা। এরপরেই তাঁকে নিয়ে শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, বিমানবন্দর থেকে শুরু করে বারবার পরীক্ষা করাতে অস্বীকার করেছেন কণিকা। এমন কি করেছেন পার্টিও। এই ঘটনায় গায়িকার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। গায়িকার এই আচরণ নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। গায়িকা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের উদ্দেশ্যে একটি পোস্ট শেয়ার করেন কণিকা। তাঁতে তিনি ভক্তদের সেল্ফ আইসোলেশনের কথা বলেছেন ও কোনওপ্রকার লক্ষণ দেখলে পরীক্ষা করে নেওয়ার জন্যেও আবেদন করেছেন। ছবি- ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুষ্ঠানে অনুপস্থিত থাকা ও তারপর অনুষ্ঠানের জন্য নেওয়া পারিশ্রমিক ফেরত না দেওয়ায় কণিকার ম্যানেজার ও এক এজেন্টকে বুক করেছিল আলিগড় পুলিশ। ছবি- ইনস্টাগ্রাম
তবে এই প্রথম নয়, এর আগেও ব্যক্তিগত ও পেশাদারি জীবনেও একধিকবার বিতর্কে জড়িয়েছেন এই গায়িকা। এর আগে প্রযোজক হিসাবে যোগ্য সম্মান না দেওয়ার জন্য কণিকার বিরুদ্ধে সরব হন বেবিডল গানের প্রযোজক ডঃ জিউস। একটি সংবাদমাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে জিউস বলেন, কেবল যশ ও অর্থ উপার্জনের জন্য তাঁকে ব্যবহার করেছেন কণিকা। জিউসের সঙ্গীতকে নিজের নাম দিয়ে ভারতের বিভিন্ন নামজাদা মহলে বিক্রি করেছেন কণিকা, অভিযোগ প্রযোজকের।
শোভা দে-এর পুত্র আদিত্য কিলাচাঁদের সঙ্গে কণিকার প্রেমের সম্পর্ক নিয়েও প্রচুর গুজ ছড়িয়েছিল। এমনকি কণিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেন আদিত্য। ছবি- ইনস্টাগ্রাম
বিবাহিত জীবনের সমস্যা নিয়ে মুখ খুলে শিরোনামে এসেছিলেন কণিকা। একটা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একবার বলেন, মাত্র ১৮ বয়সে বিবাহ করেছিলেন তিনি। মা ও হয়েছিলেন যথেষ্ট কম বয়সেই। বিয়ের সময় নিজস্ব কোনও রোজগার ছিল না তাঁর। অতীতের সেই অসহায়তা ও কঠিন সময়গুলিই তার কাজে প্রেরণা যোগায় বলে জানান গায়িকা। প্রসঙ্গত, ১৯৯৭ সালে রাজ চন্দোকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন গায়িকা। ২০১২ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের তিনটি সন্তানও রয়েছে। ছবি- ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -