নিজের উদ্যোগে 'শক্তি আনন্দম' নামে একটি সংস্থা চালু করেছেন সোনু। তাঁর বাবা স্বর্গীয় শক্তি সাগর সুদের নামানুসারে এই সংস্থার নাম রেখেছেন তিনি। প্রতিদিন মুম্বইতে ৪৫০০০ জনেরও বেশী মানুষের খাওয়ার দায়িত্ব নিয়েছে এই সংস্থা।
সোনু বলেন, 'আমরা সকলেই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে এই সময়েও আমরা অনেকে সুবিধাজনক জায়গায় রয়েছি। আমাদের খাওয়া বা বাসস্থানের অভাব নেই। কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের পক্ষে রোজকার খাদ্য সামগ্রী জোগাড় করাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি আমার বাবার নামে শক্তি আনন্দম নামে একটি সংস্থা চালু করেছি। রোজ অন্তত ৪৫০০০ দরিদ্র মানুষকে খাবার ও কিছু রেশন দেওয়ার ব্যবস্থা করেছি আমি। আশা করি এর মাধ্যমে আমি কিছুটা হলেও দরিদ্রদের সাহায্য করতে পারব।'
লকডাউনে বাড়িতেই শরীরচর্চা করে কী করে ফিট থাকবেন সোশ্যাল মিডিয়ায় তাও শেখাচ্ছেন সোনু সুদ।