নয়াদিল্লি: খেলার দুনিয়ার মতো বিনোদন জগতেও পড়েছে করোনা ভাইরাসের প্রভাব। পিছিয়ে গিয়েছে ‘৮৩’-র মুক্তি। শুক্রবার, ১০ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের কাহিনি নিয়ে তৈরি এই ছবির। কিন্তু এখন কবে এই ছবি মুক্তি পাবে, সেটা কেউই বলতে পারছেন না। তবে এই পরিস্থিতিতেও ইতিবাচক দিক দেখছেন মহিন্দর অমরনাথের চরিত্রে অভিনয় করা সাকিব সেলিম। তিনি জানিয়েছেন, ‘আমার মনে হয়, যা হচ্ছে ভালর জন্যই হচ্ছে। আমরা সবাই ছবি মুক্তির অপেক্ষায় ছিলাম। কিন্তু আমি এখন উজ্জ্বল দিকটাই দেখছি। এই মারণ ভাইরাস দূর হলে আমি সবার সামনে ‘৮৩’ পেশ করার বিষয়ে আশাবাদী।’


কবীর খান পরিচালিত ‘৮৩’-তে কপিলের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংহকে। কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ১৯৮৩ বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ অমরনাথের ভূমিকায় অভিনয় করা সাকিব ব্যক্তিগত জীবন প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমি ছোটবেলা থেকেই ক্রিকেটার হতে চাইতাম। তার জন্য প্রস্তুতিও নিচ্ছিলাম। আমার মা সবসময় চাইতেন আমি ক্রিকেটার হই। তিনি আমার জন্য অনেক কষ্টও করেছেন। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম, ক্রিকেটার হব না, তখন মা দুঃখ পেয়েছিলেন। তাই আমরা যখন লর্ডসে শ্যুটিং শুরু করি, তখন মাকে ফোন করে বলি, আজ আর কোনও আক্ষেপ রইল না।’

ছবি নিয়ে সাকিব যেমন আশাবাদী, তেমনই তিনি দেশজুড়ে লকডাউনকেও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখছেন। তিনি দেশের সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছেন।