কলকাতা: করোনা আক্রান্ত অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানান অভিনেত্রী ৷ তবে স্বস্তির খবর হল, শুভশ্রী করোনা পজিটিভ হলেও অতিমারীর কবলে পড়েনি তাঁর সাত মাসের শিশুপুত্র ইউভান। নির্বাচনী কাজে আপাতত ব্যারাকপুরেই রয়েছেন রাজ চক্রবর্তী। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর আরবানার ফ্ল্যাটেই নিভৃতবাসে রয়েছেন শুভশ্রী।
এর আগে শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল সবাই। আর তা থেকে বাদ পড়লেন না অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও ৷ গত ১৭ সেপ্টেম্বর রাজ চক্রবর্তীর শরীরে করোনার হদিশ পাওয়া গিয়েছিল। দুর্ভাগ্যবশত, তার দেড় সপ্তাহের মধ্যে করোনায় প্রাণ হারান তাঁর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। সে সময়ে শুভশ্রী অন্তঃসত্ত্বা ছিলেন এবং করোনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। আজ, মঙ্গলবারই তাঁর করোনার রিপোর্ট পজিটিভ হওয়ার কথা ইনস্টাগ্রামে পোস্ট করেন শুভশ্রী ৷
শুভশ্রীর পাশাপাশি করোনা আক্রান্ত জিৎ গঙ্গোপাধ্যায়ও ৷ করোনা থাবা বসিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। বলিউডে সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা সোনু সুদ। আপাতত তিনি গৃহবন্দী। এছাড়াও এই তালিকায় রয়েছেন- অমিতাভ বচ্চন। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন। সংক্রমিত হন- অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, রণবীর কপূর, অর্জুন রামপাল, পরেশ রাওয়াল, আশুতোষ রানা, নাগমা, সমীরা রেড্ডিরা। বাদ যায়নি টলিউডও। বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, ভরত কল, চান্দ্রেয়ী ঘোষরা। এবার সেই তালিকায় যোগ হলেন জিৎ এবং শুভশ্রীও ৷