করোনাভাইরাস: সংক্রমণ রুখতে প্রস্তুত সানি ও তাঁর পরিবার, জানালেন ছবি শেয়ার করে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Mar 2020 03:07 PM (IST)
করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে কিছুদিন ধরে বাড়িতেই রয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এবার তিনি পরিবারের সদস্যদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই পোস্ট থেকে বোঝা যায় যে, তাঁরা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
মুম্বই: করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে কিছুদিন ধরে বাড়িতেই রয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এবার তিনি পরিবারের সদস্যদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই পোস্ট থেকে বোঝা যায় যে, তাঁরা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। সোমবার ইনস্টাগ্রামে সানি যে ছবি শেয়ার করেছেন, তাতে তাঁদের পরিবারের সবাইকে মুখে মাস্ক ঢেকে দেখা গিয়েছে। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এ ধরনের প্রস্তুতিই নিয়েছেন তাঁরা। ছবিতে সানির সঙ্গে দেখা গিয়েছে তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার, মেয়ে নিশা ও যমজ সন্তান নোয়া ও অ্যাশারকে দেখা গিয়েছে। ক্যাপশনে সানি লিখেছেন, নতুন এক সময়! আমার বাচ্চাদের এখন এভাবে থাকতে হবে, এটা দুঃখের। কিন্তু এটা প্রয়োজন। বাচ্চাদের মাস্ক ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছি..।