কলকাতা: ঘাটাল কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েই রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। করোনা পরিস্থিতিতে তাই ঘাটালের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালেন দেব। ঘাটালের করোনা আক্রান্তদের বাড়ির দরজায় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন তিনি।


এই প্রথম নয়, করোনা পরিস্থিতিতে এর আগেও সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেতা। সম্প্রতি টলি টেলস ও সর্দারনি পরমজিত কৌর মেডিকেল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়েছেন দেব। প্রতিদিন এখান থেকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে করোনা আক্রান্তদের। কোন জায়গা থেকে থেকে খাবার সংগ্রহ করতে হবে সেই ঠিকানাও দিয়েছিলেন দেব। আপাতত ৫০জনের খাবারের আয়োজন করা হয়েছে। কিন্তু চাহিদা বাড়লে এই সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেব।


আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব লেখেন, 'ঘাটাল অন্তর্গত এলাকায় যাঁরা করোনা আক্রান্ত, তাঁদের নির্দিষ্ট বাসস্থানে খাদ্য সরবরাহ করা হবে। খাদ্যগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন।' এই পোস্টেই ৪টি ফোন নম্বর শেয়ার করেছেন তিনি। দাবি, ওই নম্বরে ফোন করে উপযুক্ত প্রমাণ বলে আবেদন করলেই করোনা আক্রান্তের বাড়িতে পৌঁছে যাবে খাবার। সেই সঙ্গে দেব উল্লেখ করেছেন, খাবার পাওয়ার জন্য করোনা রিপোর্ট পজিটিভ হওয়া জরুরী। সোশ্যাল মিডিয়ায় সমস্ত তথ্য দিয়ে এই পোস্টটি আজই শেয়ার করেছেন দেব। তাঁর এই পদক্ষেপে প্রশংসা করেছেন নেটিজেনরাও।



করোনা পরিস্থিতিতে শেষ হয়েছে নির্বাচন। রাজ্যের শাসকদলের হয়ে প্রচারের মঞ্চে দেখা গিয়েছে দেবকে। কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে দলের কথা বলার পাশাপাশি তাঁর মুখে বারে বারে উঠে এসেছে সুরক্ষার কথা। জনসভায় গিয়ে তিনি বারবার সতর্ক করেছেন, মাস্ক পরতে বলেছেন দর্শকদের। বসিরহাটের তেঁতুলিয়া হাই স্কুল মাঠের সভামঞ্চ থেকে ভাইরাল হয়েছিল দেবের বক্তব্যের একটি ভিডিও। সেখানে তিনি বলেছিলেন, 'যেখানে যেখানে নির্বাচন হয়ে গিয়েছে অন্তত সেই জায়গাগুলিকে বাঁচান। লকডাউন না হলেও সেখানে কিছু কিছু করোনা সতর্কতা বিধি চালু করুন ও সেগুলিকে কঠোরভাবে মেনে চলুন। যাতে মানুষ বেঁচে থাকে, মানুষ যাতে ভালো থাকে এমন কাজ করুন। কে ক্ষমতায় আসবে তা আমরা ২ তারিখে দেখে নেব। কিন্তু তার আগে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে তাই না!' দেবের এই কথা শেষ হতে না হতেই সভাস্থল ফেটে পড়েছিল হাততালিতে।