ঢাকা : করোনার দ্বিতীয় ঢেউ রুখতে আবার লকডাউনের মেয়াদ বাড়াল বাংলাদেশ। আগামী ২৩ মে পর্যন্ত চলবে লকডাউন। গত ৫ এপ্রিল প্রথম লকডাউন ঘোষণা করা হয়েছিল বাংলাদেশে। গণপরিবহণ এবং বাজারহাট বন্ধ করে দেওয়া হয়। পরে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল করা হয়। এরপর যথাক্রমে ৫ ও ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়।


রবিবার বাংলাদেশ মন্ত্রিসভার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, অতিমারির বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে লকডাউনের মেয়াদ ১৬ মে থেকে বাড়ানো হল। যেসব অফিস এবং সংস্থা রেভিনিউ সংগ্রহের সঙ্গে জড়িত, তাদের জরুরি পরিষেবার আওতায় আনা হয়েছে। এই অফিসগুলিকে লকডাউনের বিধিনিষেধের বাইরে রাখা হবে। দ্য ডেইলি স্টার এই খবর প্রকাশ করেছে। এদিকে ফলের দোকান, হোটেল ও রেস্তোরাঁয় টেকঅ্যাওয়ে ও অনলাইন পরিষেবা দেওয়া যাবে। 


এদিকে প্রশাসনের তরফে সমস্ত সরকারি, আধা-সরকারি, স্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, ফিনান্সিয়াল সংস্থার কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, ইদের ছুটির সময় তাঁরা যেন স্টেশন না ছাড়েন। রবিবারই শেষ হচ্ছে ইদের ছুটি। ইদের সময় লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছিল। কিন্তু, গ্রামীণ এলাকায় করোনা সংক্রমণ রোধ দূরপাল্লার পরিবহণ পরিষেবা বন্ধ রাখা হয়। 


রবিবারই স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সেদেশে নতুন করে করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১৪৯ । গত একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬৩ জন। এনিয়ে বাংলাদেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৮০ হাজার ১৫৯। হাসপাতাল ও বাড়িতে চিকিৎসায় নতুন করে ৬০১ জন সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে মোট সুস্থের সংখ্যা ৭ লক্ষ ২২ হাজার ৩৬ জন। ২০২০-র মার্চে অতিমারি ছড়িয়ে পড়ার পর গত ২৪ ঘণ্টাতে খুবই কম নমুনা সংগ্রহ করা হয়েছে। ৫ হাজার ৪৩০টি নমুনার পরীক্ষা করা হয়।