মুম্বই: নরেন্দ্র মোদির সমর্থনে সবসময়ই কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। এবারেও ব্যতিক্রম হলেন না বলিউডের 'কুইন'। ট্যুইটে ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিজাইন নরেন্দ্র মোদি। সেই প্রসঙ্গে একবার সুর চড়ালেন কঙ্গনা রানাউত। ঝাঁঝালো ট্যুইটে তাঁকে বলতে শোনা গেল, 'নরেন্দ্র মোদিকে সরিয়ে এই সব ট্রোলিং করা মানুষদের বিষ্ণু অবতারকে প্রধানমন্ত্রী করা হোক'।
বিতর্কের অন্য নাম কঙ্কনা রানাউত। বিভিন্ন সময়ে তাঁর বিভিন্ন মন্তব্য নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। একাধিকবার বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেই ট্যুইট যুদ্ধ চলেছে তাঁর। তবে বলিউডের 'মণিকর্ণিকা' সবসময়ই নিজের মতপ্রকাশে স্পষ্ট, সবর। করোনা দ্বিতীয় ঢেউ সামলাতে বেগ পেতে হচ্ছে ভারতকে। রোজই পাল্লা গিয়ে বেড়ে চলেছএ আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে ট্যুইটারে ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিজাইন নরেন্দ্র মোদি। অনেকেই ট্রোল করছেন ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে। আর এবার সেই ট্রোলিংয়েরই কড়া সমালোচনা করলেন কঙ্গনা।
আজ একটি ট্যুইট করে কঙ্গনা লেখেন, 'মোদিজি দেশকে নেতৃত্ব দিতে জানেন না। কঙ্গনা রানাউত অভিনয় করতে জানে না। সচিন তেন্ডুলকর ব্যাট করতে জানেন না। আর লতাজী গান করতে জানেন না। কিন্তু এই ট্রোল করা মানুষেরা তো সবই জানেন। দয়া করে মোদিজীকে উৎখাত করা হোক আর এই ট্রোলিং করা মানুষদের বিষ্ণু অবতারকে ভারতের আগামী প্রধানমন্ত্রী করা হোক।'
সুশান্তকাণ্ডের পর চিরকালই মোদি সরকারের সমর্থনে কথা বলেছেন কঙ্গনা। সম্প্রতি করোনা পরিস্থিতিতে জুনা আখড়ার কুম্ভমেলা বন্ধ করার সিদ্ধান্তকেও সমর্থনই জানিয়েছিলেন তিনি। এরপর পবিত্র রমজান মাসের জমায়েত ও ইফতার পালনেও বিধিনিষেধ আরোপ করার দাবি জানিয়েছিলেন তিনি। ট্যুইট করে তিনি লিখেছিলেন, 'শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী জী, আপনার কাছে কুম্ভমেলার পর রমজানের জমায়েতও বন্ধ করার আবেদন রইল।' কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই ট্যুইটটি মুছে দেন তিনি। শেষরক্ষা হয়নি। ইতিমধ্যেই অনেকে স্ক্রিনশট নিয়ে ফেলেছিলেন সেই ট্যুইটের। ভাইরাল হয়ে যায় সেটি। কঙ্গনা করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই আবেদন করেছিলেন তা স্পষ্ট। কিন্তু কেন তিনি ট্যুইটটি ডিলিট করে দিলেন তা জানা যায়নি। এবিষয়ে মুখ খোলেননি অভিনেত্রীও।