কলকাতা: তিনি অভিনেত্রী। কিন্তু তাঁর শিরোনামে আসার কারণ অভিনয় নয়। একটি আত্মহত্যার ঘটনা। রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুত মামলায় যাঁর জড়িয়ে গিয়েছিল অঙ্গাঙ্গিভাবে। এমনকি মাদক মামলায় তাঁর নাম জড়িয়ে যাওয়ার জন্য জেলেও কাটাতে হয়েছিল তাঁকে। আপাতত জামিনে মুক্ত রিয়া। ফিরেছেন স্বাভাবিক জীবনে। দেশ জুড়ে যখন সঙ্গীন হয়ে উঠছে কোভিজ পরিস্থিতি, তখন সাধারণ মানুষের দিকে মানবিকতার হাত বাড়ালেন রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর রিয়াকে কার্যত কাঠগড়ায় তুলেছিলেন নেটিজেনদের একাংশ। আজ করোনা পরিস্থিতিতে সেই রিয়ারই মানবিক রূপ দেখল নেটদুনিয়া।


আজ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্টেটাস দেন রিয়া। সেখানে তিনি লেখেন, 'কঠিন সময় উচিত একে অপরের পাশে থাকা। যাঁদের যতটা সাহায্য করা সম্ভব করুন। একটা ছোট্ট সাহায্যও অনেক বড় হতে পারে। সরাসরি আমায় মেসেজ করুন যদি কারও কোনোপ্রকার সাহায্যের প্রয়োজন হয়। আমি আমার সাধ্যমত চেষ্টা করব। সবাই নিজের খেয়াল রাখুন আর অপরের প্রতি দয়ালু হোন। সবাইকে ভালোবাসা।' কঠিন সময়ে আরও বেঁধে বেঁধে থাকার বার্তা রিয়ার। সেই সঙ্গে সরাসরি সাহায্যের আশ্বাসও দিলেন অভিনেত্রী।




আগামীতে 'চেহরে' ছবিরে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। যদিও পোস্টারে ছিল না তাঁর ছবি। এরপরেই শুরু হয় বিতর্ক। চেহরে থেকে কি তবে বাদ পড়তে হল রিয়াকে? কিন্তু চেহরের ট্রেলারে দেখা মেলে রিয়ার। এই মাসের শেষের দিকে ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে পিছিয়ে যেতে চলেছে ছবির মুক্তির দিন।


সম্প্রতি হাতে সঞ্চয়িতা নিয়ে একটি ছবি আপলোড করেছিলেন রিয়া চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। অনেকেই প্রশ্ন করেন, রিয়াকে বাংলা পড়তে  জানেন? আবার অভিনেত্রীর ছবির দিকে ধেয়ে আসে অনেক কুমন্তব্যও। যদিও রিয়া নেটাগরিকদের সেই উৎসাহের কোনও উত্তর দেননি। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে সাদামাটা পোশাকে দেখা মিলেছিল রিয়া চক্রবর্তীর। সেসময় অনুরাগীদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় তাঁকে।