কলকাতা: বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন বাবুল সুপ্রিয়। হাতের মোবাইলে অন করা সেলফি মোডে ক্যামেরা। আর তাঁর গা ঘেঁষে শুয়ে একরত্তি মেয়ে নয়না। আধো গলায় বাবুলের কাছে গান গাওয়ার আবদার করছে সে। আর মেয়ের আবদারে বাবুলের গলায় সুর, গেয়ে উঠছেন, 'কাটে নেহি কাটতে দিন ইয়ে রাত.. কহেনি থি তুমসে যো দিলকে বাত..'


তিনি দুঁদে রাজনীতিবিদ। আবার সঙ্গীতশিল্পীও। সঙ্গীতের জগতে যেমন তাঁর শক্ত মাটি রয়েছে, তেমন রয়েছে রাজনীতিতেও। বিজেপি সাংসদ তিনি। আবার চলতি নির্বাচনে টালিগঞ্জের বিজেপি প্রার্থীও। এইবছর বিজেপিট টিকিটে ভোটে দাঁড়িয়ে বিধায়ক পদে লড়ছেন বেশ কিছু সাংসদ। বাবুল সুপ্রিয় তাঁদের মধ্যে অন্যতম হেভিওয়েট নাম। নির্বাচনের আবহে চলছে প্রচার। সেখানে রাজনৈতিক মঞ্চে, সভায় বাবুলের মুখে সুর নয়, কেবল রাজনীতির কথা। তবে তাঁর গায়ক সত্তাকে ভুলে যাননি তিনি। সুরের জগতেও কাজ করে চলেছেন তিনি। 


কিছুদিন আগেই সোশ্য়াল মিডিয়ায় একটি পুরনো ভিডিও শেয়ার করেছিলেন বাবুল। সেখানে দেখা গিয়েছিল, অফিসে বসে কাজে ব্যস্ত তিনি। আর টেবিলের ওপর বসে হাতে চামচ দিয়ে তাঁর মুখে খাবার তুলে দিচ্ছে একরত্তি মেয়ে নয়না। ভিডিওটি শেয়ার করে বাবুল লিখেছিলেন, সেটি একবছর আগের ভিডিও। তখন করোনা শব্দটিও অচেনা ছিল সবার কাছে। নতুন শেয়ার করা ভিডিওটেও একেবারে অন্য মেজাজে দেখা যাচ্ছে টালিগঞ্জের বিজেপি প্রার্থীকে। মেয়ের সঙ্গে মজা করে গান করছেন তিনি। আর গান করতে করতেই গানের কলি শেখানোর চেষ্টা করছেন মেয়েকে। ছোট্ট নয়নার অবশ্য গান গাওয়ার দিকে তেমন মন নেই। বাবার মুখ থেকে গান শুনতেই আগ্রহী সে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশানে বাবুল লিখিছেন, 'এর থেকে ভালো দিনের শেষ আর কিছু হতেই পারে না। আমার ছোট্ট মেয়ে নয়নার সঙ্গে কাটানো আমার সুরেলা মুহূর্ত।'



টালিগঞ্জে ভোট চলাকালীন 'ভুয়ো ভোটার'কে পাকড়াও করে বিতর্কে জড়ান বাবুল। টালিগঞ্জ কেন্দ্রের ব্রহ্মপুরে ২৯১ নং বুথে ভুয়ো ভোটাররা ভোট দিচ্ছিল বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় । সেখানে নিজেই পরিস্থিতি খতিয়ে দেখতে যান বাবুল। বুথের সামনে ২ জন মহিলাকে নকল ভোটার কার্ড-সহ ধরে ফেলেন বলে জানিয়েছিলেন তিনি। সেখান থেকে পালিয়ে যান ওই দুই মহিলা। এরপর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাবুলকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকরা। তাঁদের অভিযোগ, বাবুল সুপ্রিয় সেখানে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করছেন। কেন্দ্রীয় বাহিনী বিজেপি প্রার্থীকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।