মুম্বই: হাতে ছবি থাকুক বা না থাকুক, সব সময় খবরের শিরোনামে থাকতে ভালবাসেন রিয়া সেন। রাইমা সেনের সুন্দরী বোন এবার এক কাণ্ড ঘটিয়েছেন। আর তাঁকে নিয়ে হাসিতে ফেটে পড়েছে বলিউড থেকে টলিউড।
রিয়া ক'দিন আগে গিয়েছিলেন মুম্বইয়ের আন্ধেরির এক রেস্তোঁরায়। ওয়েটার এলে তাঁর প্রশ্ন, ‘কুড আই হ্যাভ সাম সেক্স প্লিজ’?
আসলে হয়েছে কী, এই রেস্তোঁরা একটা ককটেল তৈরি করে, যার নাম, সেক্স অন দ্য বিচ। আবার ডিমেরও একটা প্রিপারেশন আছে, নাম এগস অন দ্য বিচ। দুটো নামে গুলিয়ে ফেলে এগস বলতে সেক্স বলে ফেলেন রিয়া। ওয়েটার নির্বিকার থাকলেও তিনি নিজে ফেটে পড়েন হাসিতে।
রিয়ার শেষ ছবি ‘ডার্ক চকোলেট’। অল্পবয়সি ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। একইসঙ্গে করেন শিনা বোরার চরিত্র।
‘কুড আই হ্যাভ সাম সেক্স’- রেস্তোঁরায় ওয়েটারকে প্রশ্ন রিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Mar 2017 04:32 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -