মুম্বই :   অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 'ক্রাইম পেট্রোল'-খ্যাত অভিনেত্রী অনন্যা সোনি। কিন্তু কেবল শারিরীক সমস্যা নয়, পাশাপাশি আর্থিক সঙ্কটেও রয়েছেন অভিনেত্রী। তাই তিনি সোশ্যাল মিডিয়াতেই আর্থিক সাহায্য চেয়েছেন তিনি। 


অনন্যা সোনি জানিয়েছেন, ২০১৫ সালেই তাঁর দুটো কিডনিই অকেজো হয়ে যায়। তখন, তাঁকে একটি কিডনি দিয়ে সাহায্য করেছিলেন তাঁর বাবা। কিন্তু বছর ছয়েক পর ওই একটি কিডনিও এখন আর ঠিক মতো কাজ করছে না। অনন্যা সোনির কথা অনুযায়ী, ওই কিডনিটি মাত্র ২ শতাংশ কাজ করছে এখন। 


অনন্যা সোনি বলছেন, '২০১৫ থেকে আমি একটি কিডনির সাহায্যেই বেঁচে আছি। আমার দুটো কিডনিই বছর ছয়েক আগে নষ্ট হয়ে যায়। তখন আমার বাবা-ই আমাকে তাঁর একটি কিডনি দিয়ে সাহায্য করেছিল। কিন্তু, সেই কিডনিটা এখন আর কাজ করছে না। চিকিৎসকরা জানিয়েছেন, আমার আবার কিডনি প্রতিস্থাপন করতে হবে। ক্রাইম পেট্রোলের শুটিংও যখন করেছি, তখন বিন্দুমাত্র আঁচ করিনি, আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে।'


অনন্যা সোনি এখন মুম্বইয়ের হোলি স্পিরিট হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার সময়ই তিনি বলছেন, 'আমার মায়ের পোশাকের একটি ছোট ব্যবসা রয়েছে। আমার ভাইয়ের মোটামুটি স্বচ্ছল অবস্থা ছিল। কিন্তু কিছুদিন আগে আমাদের বাড়িতে আগুন যায়। নষ্ট হয়ে যায় মায়ের ব্যবসার সামগ্রী ও ভাইয়ের মেশিনপত্র। এখন আমাদের দিন আনি, দিন খাই অবস্থা। ওঁরা এই অবস্থাতেও সাধ্যমতো আমার ওষুধপত্র কিনে আনছেন।'


অনন্যা সোনি আরও জানিয়েছেন, এখনও তাঁর ডায়ালিসিস শুরু হয়নি। আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে। এছাড়া এখনও পর্যন্ত তাঁর কোনও কিডনি ডোনারকেও খুঁজে পাওয়া যায়নি।


গত সপ্তাহেই এই অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওতে তিনি জানিয়েছিলেন যে, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানেই অনন্যা বলেছেন 'আমার কিডনি মাত্র ২ শতাংশ কাজ করছে।'


প্রসঙ্গত, অনন্যা ক্রাইম পেট্রোলের পাশাপাশি রনিত রয়ের সঙ্গে 'আদালত' এবং 'ইস্ক মে মরজাওয়া' সিরিয়ালে কাজ করেছেন। বড় পর্দাতেও তিনি ২০১৬ সালে মুক্তি পাওয়া 'হায় আপনা দিল তো আওয়ারা' ছবিতে অভিনয় করেছিলেন।