নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ডব্বু আঙ্কলের ড্যান্স খুবই পছন্দের তালিকায় উঠে এসেছিল। গোবিন্দার মতো তাঁর নাচ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। রাতারাতি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। এবার এমনই একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওটি একটি ছোট্ট মেয়ের। বলিউডের হিট গান 'দিল চোরি সাড্ডা হো গয়া' গানের তালে তাকে নাচতে দেখা গিয়েছে। মেয়েটির এই নাচ সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে। ইন্টারনেটে নয়া সেনসেসন এখন এই মেয়েটি।
ভিডিওতে মেয়েটিকে বাড়ির লোকজনের সামনে নাচতে দেখা গিয়েছে। নাচের সময় তার মিষ্টি ভঙ্গি সবার নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি অনেকেই শেয়ার করেছেন।