কলকাতা: নির্বাচনের মুখে যুগলে যোগ দিয়েছিলেন রাজনীতিতে। এরপর প্রচারের মঞ্চেও দেখা গিয়েছে তাঁদের। এবার ইয়াস বিপর্যস্ত অঞ্চলে সাধারণ মানুষের সাহায্যের জন্য হাত বাড়ালেন ছোটপর্দার পাওয়ার কাপেল নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহা।
রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন তৃণা। সেখানে তিনি 'মাই স্কাই ফাউন্ডেশান' নামক একটি সংস্থার কথা উল্লেখ করেছেন। এই সংস্থার প্রতিষ্ঠাতা তৃণা নিজেই। ইয়াস বিধ্বস্ত মানুষের সাহায্য করার জন্যই এগিয়ে এসেছেন তিনি। সঙ্গে রয়েছেন নীলও। তৃণা জানিয়েছেন, 'ইয়াস বিধ্বস্ত বিভিন্ন এলাকার মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেবেন তাঁরা। আপাতত ১০০০ জন মানুষের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।' সাধারণ মানুষকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তাঁরা। আপাতত কয়েকজন বন্ধু মিলেই শুরু করেছেন এই উদ্যোগ।
তৃণা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুপ্রেরণা নিয়েই এই কাজের আয়োজন করেছেন তিনি। ইয়াস ও কোভিড পরিস্থিতিকে মুখ্যমন্ত্রী যেভাবে সামলাচ্ছেন তার ভূয়সী প্রশংসাও করেন তৃণা।
কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন টলিপাড়ার হিট জুটি নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহা । দীর্ঘ সম্পর্কের পর তাঁদের প্রেম বদলেছে দাম্পত্যে। শুধু বিবাহ কেন, রাজনীতির মঞ্চেও একসঙ্গে পা রেখেছেন নীল তৃণা। তৃণমূলে যোগদান করেছেন তাঁরা। রাজনীতির আঙিনায় পা রেখে নীল ও তৃণা জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁদের অনুপ্রেরণা। বহুদিন থেকেই তাঁকে অনুসরণ করেন তাঁরা। এবার একেবারে সরাসরি দিদির সঙ্গে হাত মিলিয়ে কাজ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।
নীল বলেছিলেন, ' আমরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি একসঙ্গে জীবনটা কাটানোর। সেই মতই ৪ তারিখ বিয়ে করি। এরপর যখন দেখি মানুষের পাশে থাকার, মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি, তখন পিছপা হইনি। কারন, আমরা এমন একটা ছত্রছায়ায় এই সুযোগ পেয়েছি, যাঁকে আমরা সবসময় ভালোবেসে এসেছি। এর থেকে বড়দিন আর হতে পারে না। আমরা কিছুর আশায় যোগদান করিনি। এই দলের সদস্য হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। দিদি অনেকদিন আগেই সোনার বাংলা গড়ার কথা বলেছেন, আমরাও তাই চাই। সেই কাজেই আমরা সামিল হতে চাই। উন্নয়নের কোনও শেষ নেই। এটা একটা শিক্ষার মত।'