মুম্বই: দাদাগিরির মঞ্চ জমজমাট 'সর্বজয়া' দেবশ্রী রায়ের (Debosree Roy) আগমনে। নাচের ছন্দে 'কমলা সুন্দরী' হয়ে আসর জমালেন তিনি। আর কার সঙ্গেই তাল মেলালেন 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে বিশেষ সেই পর্বের ঝলক। সবুজ শাড়িতে মঞ্চ মাতিয়েছেন দেবশ্রী। 


নাচের তালে সৌরভ-দেবশ্রী


আজ প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, 'দাদাগিরি'-র মঞ্চে নাচের তালে মেতেছেন দেবশ্রী। আর তাঁর সঙ্গে পা মিলিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং। 'দাদা' র মুখে শোনা গেল দেবশ্রী রায়ের প্রশংসা। তিনি বলেন, দেবশ্রী রায় ছোটপর্দা ও বড়পর্দার সর্বজয়া ছিলেন, আছেন ও থাকবেন। আর দেবশ্রী? তিনিসৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করেন, তিনি এখানে কেন এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় কি তা জানেন? তারপর উত্তর দেন নিজেই। তিনি এখানে এসেছেন সৌরভের হাসির জন্য। 


'দাদাগিরি'-র মঞ্চে হোলির উৎসব


এই প্রথম নয়, এর আগেও 'দাদাগিরি'-র মঞ্চ মেতে উঠেছে নায়িকাদের নাচে-গানে।এর আগে অনুষ্ঠিত হয়েছিল হোলির বিশেষ পর্ব। হোলির বিশেষ এই পর্বের নাম দেওয়া হয়েছিল 'রাঙিয়ে দিয়ে যাও'। মঞ্চে এদিন হাজির ছিলেন মনামী ঘোষ (Monami Ghosh), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee), শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়রা (Shrabanti Chatterjee)। নায়িকাদের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছেন 'দাদা'-ও। চ্যানেলের তরফ থেকে সেই ছবি শেয়ার করে নেওয়া হয়েছে। 


আরও পড়ুন: লোকগীতির জমাটি সুর, 'বেলাশুরু'-র নতুন গানে পা মেলালেন ঋতুপর্ণা, মনামী, অপরাজিতা, ইন্দ্রাণী


হোলির বিশেষ এই পর্বে কেবল খেলা নয়, ছিল উৎসবের আয়োজনও। সোশ্যাল মিডিয়ায় এর আগেই সৌরভের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী পূজা। লিখেছিলেন, অনেকদিন পরে 'দাদাগিরি'-র মঞ্চে হাজির হতে পেরে খুশি তিনি। 'দাদাগিরি'-র মঞ্চে এসে নাচে গানে জমিয়ে দিয়েছিলেন পূজা সহ অন্যান্য নায়িকারাও। 


হালকা গোলাপি শাড়িতে সেজেছিলেন পূজা। ঐন্দ্রিলা বেছেছিলেন লাল স্কার্ট আর বিস্কুট রঙের টপ। মনামীর স্টাইল স্টেটমেন্টে ছিল সবুজ হলুদে লেহঙ্গা চোলি। আর শ্রাবন্তী পরেছিলেন নীল, সবুজ, কালো রঙের শাড়ি।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">