কলকাতা: মাদল বাজছে, হলুদ আলোয় সাজানো হয়েছে মাঠ, রাস্তা। আর সেখানেই সাঁওতালি গানের তালে মেতে উঠেছে গোটা পরিবার। শুধু তাই নয়, মেয়েরা কোমর বেঁধে সাঁওতালি সাজে সেজেও নিয়েছেন। মাথায় ফুল পাতা গুঁজে গানের তালে পা মিলিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), মনামী ঘোষ (Monami Ghosh), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ও ইন্দ্রাণী দত্ত (Indrani Dutta)। 


'বেলাশুরু'-র নতুন গান


আজ নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ এর তরফ থেকে সামনে আনা হয়েছে ‘বেলাশুরু’ ছবির দ্বিতীয় গােনর ঝলক। ছবির দ্বিতীয় গান ‘টাপা টিনি’ নিয়েও আগ্রহ বেড়েছে শ্রোতা-দর্শকদের। নববর্ষের দিন মুক্তি পাচ্ছে এই গান। বীরভূমের বিয়ের লোকগান ‘টাপা টিনি’। বাংলা ছবিতে মেঠো সুর দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। কণ্ঠে ইমন চক্রবর্তী, উপালী চট্টোপাধ্যায়, খ্যাঁদা। গানের তালে এই প্রজন্মের সঙ্গে দুলতে দেখা যাবে স্বাতীলেখাকেও। গান-মুক্তি বাংলা নববর্ষে।


আরও পড়ুন: সমকামী প্রেমে 'আপত্তি' হলমালিকদের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাম গোপাল বর্মার ‘ডেঞ্জারাস’


এর আগে অনুপম রায়ের জন্মদিনে মুক্তি পেয়েছিল ছবির প্রথম গান 'সোহাগে আদরে'। উইন্ডোজ প্রযোজিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'বেলাশুরু'-র (Belashuru) প্রথম গান 'সোহাগে আদরে' (Sohage Adore) মুক্তির পরেই ট্রেন্ডিং হয়েছিল ইউটিউবে। নতুন গান নিয়েও উৎসাহী দর্শকেরা। গানের ছন্দ ইতিমধ্যেই মনে ধরেছে অনেকের। 


'বেলাশুরু' ছবির দু'জন প্রধান চরিত্রই হারিয়ে গিয়েছেন তারার দেশে। গান মুক্তির পরে এবিপি লাইভকে অনুপম বলেছিলেন, 'এই ছবির কাজ যখন শুরু হয়েছিল, তখন এটা ছিল 'বেলাশেষে'-র একটা সিক্যুয়াল মাত্র। কিন্তু বর্তমানে এই ছবির গুরুত্ব যেন আরও বেড়ে গিয়েছে। বড়পর্দায় শেষবার সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের জুটিকে দেখবেন দর্শক। আমার এখনও বিশ্বাস হয় না ওঁদের ছাড়া মুক্তি পেতে যাচ্ছে 'বেলাশুরু'।


করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে ছিল এই ছবির শ্যুটিং। কার্যত ৩ বছর পরে মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতার 'বেলাশুরু'। পর্দায় শেষবারের জন্য সৌমিত্র স্বাতীলেখার জুটি দেখতে বাঙালি মুখিয়ে রয়েছে ২০ মের অপেক্ষায়।