কলকাতা: 'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁ..চা বাদাম' (Kancha Badam)। গত বেশ কয়েক মাস ধরে এই গানেই দুলছে নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়া খুললেই নানা জায়গা থেকে চোখে পড়ছে এই গানের তৈরি ভিডিও। বাদাম বিক্রি করতে করতে নিতান্তই নিজের মনে গান বেঁধেছিলেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। তাঁর সেই গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেউ। আর রাতারাতি তাঁর 'বাদাম গান' জনপ্রিয় হয়ে ওঠে। শুধু গানই নয়, জনপ্রিয় হয়ে ওঠেন ভুবন বাদ্যকরও। বাংলার গণ্ডী পেরিয়ে সুদূর দক্ষিণ আফ্রিকার ইন্টারনেট সেনসেশন কিলি পলও (Kili Paul) এই গানে ইনস্টাগ্রাম রিল তৈরি করেছেন। তারকা থেকে শুরু করে তরুণ-তরুণী, প্রায় প্রত্যেকেই অনায়াসে মজেছেন 'কাঁচা বাদাম'-এর তালে। এবার সেই 'কাঁচা বাদাম' গানের জনক ভুবন বাদ্যকরকে দেখা গেল টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো 'দাদাগিরি'র (Dadagiri) মঞ্চে।


আরও পড়ুন - Top Entertainment News Today: বিয়ে করলেন ফারহান-শিবানী, 'আমি ও অপু' ছবির মুক্তির দিন, এক নজরে বিনোদনের সেরা খবর


দাদাগিরির মঞ্চে নিজস্ব মহিমায় ভুবন বাদ্যকর। এদিন হাতে ছিল বাদামের ঝুড়িও। নিজের প্রতিভায় সবাইকে হারিয়ে শেষ হাসি হেসেছেন 'কাঁচা বাদাম' গান খ্যাত ভুবনই। ‘দাদা’র হাত থেকে যখন ট্রফি নিলেন, তখন হাততালিতে ফেটে পড়েছে প্রতিযোগিতার মঞ্চ। জানা যায়, ভুবন বাদ্যকর একেবারেই সাদামাটা মানুষ, তাঁর কথায় বার্তায় শহুরে চাকচিক্য নেই। সেভাবেই তাঁকে তুলে ধরা হয়েছিল 'দাদাগিরি'-র মঞ্চে। আলাদা করে শেখানো হয়নি কিছুই। তাঁর সঙ্গে অনায়াস গল্প করেছেন 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ভুবনকে আলাদা করে কিছুই সেখানো হয়নি। শুধু প্রতিযোগিতায় নামার আগে তাঁকে খেলার নিয়ম বুঝিয়ে দেওয়া হয়েছিল।



প্রসঙ্গত, তালিম বলতে যা বোঝায়, কোনও দিন তা নেওয়া হয়নি তাঁর। অভাবের সংসার চালাতে বাদাম বিক্রি করে বেড়াতেন। কিন্তু গানের প্রতি ভালবাসা ছিল বরাবর। তাই বাদাম বিক্রিকেও কার্যত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আর তাতেই সাধারণ থেকে রাতারাতি অসাধারণ হয়ে উঠেছেন শিল্পী ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। তাঁর ‘কাঁচা বাদাম’ গানটি পৌঁছে গিয়েছে মায়ানগরীতেও। এ হেন শিল্পীকে এ বার সম্বর্ধনা দিয়েছে রাজ্য পুলিশ (West Bengal Police)। রাজ্য পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। ভবানী ভবনে তাবড় আধিকারিকদের উপস্থিতিতে তাঁর হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক এবং শাল। সেখানে রাজ্য পুলিশের আধিকারিকদের ‘কাঁচা বাদাম’ গেয়েও শোনান ভুবন।