মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের মাদক যোগ নিয়ে সরব কঙ্গনা রানাউত।


বলিউডের অধিকাংশ পার্টিতেই মাদক ব্যবহার হয় বলে সম্প্রতি দাবি করেছেন কঙ্গনা। রণবীর সিংহ, রণবীর কপূর ও ভিকি কৌশল-সহ আরও কয়েকজনের উদ্দেশ্যে রক্তের নমুনা পরীক্ষা করানোর কথাও বলেছিলেন অভিনেত্রী।


এই প্রেক্ষিতেই কঙ্গনাকে পাল্টা জবাব দিয়েছেন প্রবীণ অভিনেতা দলীপ তাহিল। তাঁর মতে, কঙ্গনার এধরনের পরামর্শ দেওয়ার আগে তাঁর নিজেরই ড্রাগ-টেস্ট করানো উচিত।


পাঁচ দশক নাটক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত দলীপ তাহিল। ৬৭ বছরের এই অভিনেতা জানিয়েছেন, পেশা থেকে শুরু করে লিঙ্গ ও বিভিন্ন বয়সের মানুষের কাছে এক বিপদের চেহারা নিয়েছে মাদক। ফলে শুধুমাত্র বলিউডের দিকে অভিযোগের আঙুল তোলা উচিত নয়।


বলিউডের সঙ্গে মাদক-যোগের কথা অবশ্য অস্বীকার করেননি দলীপ। তাঁর কথায়, ’’ফিল্ম ইন্ডাস্ট্রি বিশ্ব সৃষ্টির সংক্ষিপ্তসার। কঙ্গনার এ ধরনের মন্তব্যের পিছনে আসল কারণটা বোঝার চেষ্টা করছি। তিনি স্বঘোষিত প্রথম সারির অভিনেত্রী। সাধারণত মহিলারা যে ধরনের সমস্যার সম্মুখীন হন, সেটা ছাড়াই তিনি সফল হয়েছেন। এখন তিনি যা বলে চলেছেন তা বিভ্রান্তিমূলক। এক বা দু'বার যা বলেছিলেন তাতেই তাঁর বক্তব্য বোঝা গিয়েছিল। কিন্তু এখন তিনি যা বলেছেন, তাতে মনে হচ্ছে চিত্রনাট্য অনুসরণ করে বলছেন।‘‘


গত বুধবার রণবীর সিংহ, রণবীর কপূর, ভিকি কৌশল এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মাদক ব্যবহারের অভিযোগ এনেছেন কঙ্গনা রানাউত। অভিনেত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন দলীপ। তিনি জানিয়েছেন তাঁর সহ-কর্মীদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করার আগে কঙ্গনার নিজেরই ড্রাগ-টেস্ট করা উচিত। যে কোনও বড় প্ল্যাটফর্মে বা মিডিয়ায় অনেক সময় অনেক কথা প্রকাশ হয়ে থাকে। অনেকেই শোষনের স্বীকার হন। সেগুলি নিয়েই কথা হতে পারে বলে মন্তব্য করেছেন দলীপ তাহিল।


প্রবীণ অভিনেতা আক্রমণ শানিয়েছেন বড় শিল্পপতিদের। ’’শোবিজ ওয়ার্ল্ডের বাইরে একটা বড় দুনিয়া রয়েছে। যে সব রেভ পার্টির কথা বলা হচ্ছে, সেগুলি স্পনসর করে থাকেন বড় বড় শিল্পপতিরা। বলিউডের কেউ এরকম পার্টি স্পনসর করলে তাঁর নাম প্রকাশ্যে আনা উচিত। মাদক কারবারীদের কাছে সকলের ফোন সহ যোগাযোগ নম্বর থাকে। এই কারবারে ওষুধ কোম্পানিগুলিও জড়িত। তাঁদের সঙ্গে যে আঁতাত রয়েছে তা নিয়েও আলোচনা হতে পারে।‘‘


দলীপ তাহিল জানিয়েছেন, শুধু বলিউডকে নিয়ে চর্চা হওয়া মানে টিআরপি বাড়ানো। কিন্তু তাতে প্রকৃত সমস্যার সমাধান হবে না।