কলকাতা: বোন কর্মসূত্রে বাড়ির বাইরে.. আট বছর পরে ভাইফোঁটা উপলক্ষ্যে বাড়ি ফিরেছেন তিনি। এই বছরের ভাইফোঁটা তাই একটু বিশেষ অভিনেতা রণজয় বিষ্ণুর কাছে। দীর্ঘদিন পরে পরিবারে জনসমাগম, সবার সঙ্গে খাওয়া দাওয়া, আয়োজন.. সব মিলিয়ে এই বছরের ভাইফোঁটার দিন অন্যরকম কেটেছে অভিনেতার।
রীতি মেনে ফোঁটা নেওয়া, খাওয়া দাওয়া, সবকিছুই হল। এবিপি লাইভকে রণজয় বললেন, 'প্রায় দীর্ঘ আট বছর পরে বোন বাড়িতে এল। কর্মসূত্রে ওর স্বামী বাইরে থাকেন। তাই ওর পক্ষে আসা সম্ভব হত না। কখন ওরা দেশের বাইরে, কখনও আবার অন্য রাজ্যে, এরকম ভাবেই থেকেছে।
বাড়ির সবাইকে এত বছর পর আবার সেই ছোটবেলার মতো আনন্দ করতে দেখে, বাড়ির বড় হিসেবে ভীষণ ভাল লাগল। আমি মফঃস্বলে মানুষ। ছোটবেলার অনেকটা অংশ কেটেছে মধ্যমগ্রামে। ওখানে কালীপুজোর চল ছিল বেশি। আর কালীপুজোর পরেই ভাইফোঁটা। আমাদের কাছে সবচেয়ে আনন্দের দিন, উৎসবের দিন।
আরও পড়ুন: Tollywood Film: দুর্গাপুজোয় ঘরে ফিরে আসবেন 'মৃত' মা? আসছে 'অনন্য শারদীয়া'
ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে আত্মীয়রা আসেন। একটা সময় ভাইফোঁটার দিন বাড়িতে ৭০-৮০ জন উপস্থিত থাকতেন। বিরাট খাওয়া দাওয়ার আয়োজন হত। এখন লোকসংখ্যা কমেছে। আমার মা চলে গিয়েছেন। দীর্ঘ ৮ বছর পরে বোন বাড়িতে এল। খুব অন্যরকম কাটল দিনটা।